বিয়েময় ২৪
দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে ২০২৪ সাল। ভালো-খারাপ মিলিয়ে কাটানো ২০২৪ কে বিদায় জানাতে প্রস্তুত সবাই। চলুন বিদায়ের আগে চোখ বুলিয়ে নেই এই সালে কোন তারকারা নতুন পথচলা শুরু করেছিলেন। ছবি: তারকাদের ফেসবুক থেকে
-
১১ জানুয়ারি আবু সাইয়িদ রানার সঙ্গে নতুন পথচলা শুরু করেন অভিনেত্রী মৌসুমী হামিদ।
-
১২ জানুয়ারিতে সাজিন আহমেদ নির্জনাকে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।
-
কবে, কখন, কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তা উল্লেখ না করে ১৪ জানুয়ারি সকালে ফেসবুকে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে বিয়ের খবর জানান অভিনয়শিল্পী নাজিয়া হক অর্ষা। তার স্বামী নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
-
২৪ জানুয়ারি প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা।
-
১৪ ফেব্রুয়ারি সৈয়দ রিফাত নাওঈদ হোসেনকে বিয়ে করেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
-
২১ জুন নিজের ফেসবুক পেজে বর সালমান আরাফাতের সঙ্গে স্থিরচিত্র পোস্ট করে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন অভিনয়শিল্পী সালহা খানম নাদিয়া। নাদিয়া ও সালমান আরাফাত নাটক ও বিজ্ঞানপচিত্রে নিয়মিত কাজ করেন।
-
অভিনয়শিল্পী রুকাইয়া জাহান চমকের বিয়ের খবর প্রকাশ্যে আসে জুনের তৃতীয় সপ্তাহে। বিয়ের খবর প্রকাশিত হতে না হতেই চমক ও তার স্বামী আজমান নাসিরকে নিয়ে চর্চা হতে থাকে।
-
দীর্ঘ ছয় বছরের প্রেমের পর অক্টোবরে প্রেমিক আবিদুল মহায়মীন সাজিলকে বিয়ে করেন চিত্রনায়িকা শিরিন শিলা।
-
ডিসেম্বরের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বাসুনিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনয়শিল্পী তানজিকা আমিন।
-
বিজয় দিবসে বিয়ে করেছেন ‘হাজার বছর ধরে’ ছবির নায়িকা শারমীন জোহা শশী। তাঁর বরের নাম খালিদ হোসাইন।