স্মৃতির অ্যালবামে সালমান শাহ
ঢাকাই চলচ্চিত্রে সালমান শাহ এসেছিলেন ধূমকেতুর মতো। ক্যারিয়ারের মাত্র ৪ বছরেই নিভে গেল এই উজ্জ্বল নক্ষত্র। তবুও তাকে যুগ যুগ ধরে মনে রাখবে এদেশের চলচ্চিত্রপ্রেমীরা।
-
ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর।
-
সালমান শাহের ভালোবাসায় আজও ডুবে আছেন তার ভক্তকুল।
-
চলচ্চিত্র বোদ্ধারা মনে করেন সালমান শাহের মত রোমান্টিক নায়ক আজও ঢাকাই চলচ্চিত্রে আসেনি।
-
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।
-
সালমান শাহের প্রতিপক্ষ ও নিন্দুকেরা তার মৃত্যুকে আত্মহত্যা বললেও তার পরিবার ও ভক্তদের দাবি তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে মামলা এখনো বিচারাধীন।
-
সালমান শাহের জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর নানার বাড়ি দাড়িয়া পাড়া, সিলেট।
-
সালমান শাহের অভিনয় জীবন শুরু হয়েছিলো বিটিভিতে শিশুশিল্পী হিসেবে। কিশোর বয়সে তিনি কণ্ঠশিল্পী ছিলেন।
-
সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সালমান শাহের চলচ্চিত্রে আগমন ঘটে। ছবিতে অমর নায়ক সালমান শাহ ও রিয়াজ।
-
সালমান শাহের প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ এদেশের চলচ্চিত্রপ্রেমীদের মন জয় করেছিলো।
-
সালমান শাহ তার সুনিপুণ অভিনয়, আকর্ষণীয় ব্যক্তিত্ব ও সুদর্শন চেহারা দিয়ে ক্যারিয়ারের খুব স্বল্প সময়ের তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেছিলেন।