স্টাইলের চমক কাটআউট লুকে
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৩:৪০ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৪
বর্তমান সময়ের ফ্যাশন দুনিয়ার সবচেয়ে পরিচিত ট্রেন্ডের নাম কাটআউট লুক। সাহসী এবং আবেদনময় স্টাইলের প্রতীক হিসেবে সেলিব্রিটিদের পছন্দের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে এটি। ছবি: ফেসবুক থেকে
-
লাল কার্পেট থেকে শুরু করে ক্যাজুয়াল আউটিংয়েও বহুমাত্রিকতা এনে দিয়েছে এই কাটআউট লুক। বলিউডের পাশাপাশি এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন দেশীয় তারকারাও।
-
কাটআউট নেকলাইন দেওয়া সিকুয়েলের ঝলমলে গাউনে নজরকাড়া নুসরাত ফারিয়া।
-
নীল রঙের কাটআউট আউটফিটে স্টাইলিশ মডেল ও অভিনেত্রী তানজিয়া মিথিলা।
-
ফ্লোরাল কাটআউট ড্রেসে স্টাইলিশ সাফা কবির।
-
নীল রঙের কাটআউট বডিকনে আবেদন ছড়াচ্ছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী।