কালো শাড়িতে মোহনীয় রুনা
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৩:৩১ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪
সম্প্রতি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৪-এ সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে উপস্থিত হয়েছিলেন রুনা খান। সেখানেই কালো শাড়িতে চোখ ধাঁধানো রূপে ধরা দিয়েছেন তিনি। ছবি: ফেসবুক থেকে
-
ওয়েবফিল্ম অসময়-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন লাস্যময়ী এই নায়িকা।
-
অভিনেত্রী শাড়িটি ডিজাইন করেছেন দেশিয় ফ্যাশন উদ্যোগ ট্রেন্ড মার্ট-এর স্বত্ত্বাধিকারী নাহরিন আফরিন খান।
-
টেক্সচার্ড শিয়ার ফেব্রিকের শাড়িটির সঙ্গে মানানসই ফুলস্লিভ ব্লাউজ বেছে নিয়েছেন তিনি।
-
সফট গ্ল্যাম লুকেরর সঙ্গে মিনিমাল আই মেকআপ, হালকা গ্লসি ন্যুড শেডের লিপকালারে দারুণ লাগছে তাকে।