‘হাজার বছর ধরে’র টুনির জন্মদিন আজ
‘হাজার বছর ধরে’ সিনেমায় টুনি চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া শারমিন জোহা শশীর জন্মদিন আজ। ১৯৮৬ সালের এই দিনে জন্ম তার। ছবি: ফেসবুক থেকে
-
২০০৫ সালে কোহিনূর আক্তার সূচন্দা পরিচালিত জহির রায়হানের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রের মধ্য দিয়ে রুপালি পর্দায় শারমীন জোহা শশীর অভিষেক ঘটে। এই চলচ্চিত্রের প্রধান চরিত্র ছিল টুনি। টুনি চরিত্রে সাবলীল অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছিলেন শশী।
-
এরই মধ্যে ক্যারিয়ারে দুই দশক পার করেছেন গুণী এই অভিনেত্রী।
-
দীর্ঘ ক্যারিয়ারে ভিন্ন চরিত্রে অভিনয় করে যেমন প্রাপ্তি রয়েছে, তেমনি রয়েছে তার অপ্রাপ্তির অভিমান।
-
‘হাজার বছর ধরে’ সিনেমা মুক্তির পরে ২০-২৫টি সিনেমার প্রস্তাব পেয়েছিলেন শশী। তবে চরিত্র পছন্দ না হওয়ায় আর কোনো সিনেমায় নাম লেখাননি তিনি।
-
ব্যক্তিগত জীবনে খুবই ইতিবাচক থাকেন শশী। তিনি মনে করেন জীবন অনেক অল্প সময়ের। এ সময়ে যা যা পছন্দ সবই তিনি করতে চান।
-
এখনো বিয়ে করেননি গুণী এই অভিনেত্রী।