মেহজাবীনের মমির দেশ ভ্রমণের যত অভিজ্ঞতা
সম্প্রতি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ অংশ নিতে মমির দেশ মিশরে গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার মমির দেশ মিশর ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেত্রী। ছবি: ফেসবুক থেকে
-
মেহজাবীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১৬টি ছবি শেয়ার করেছেন।
-
ক্যাপশনে লিখেছেন, ‘আমার কায়রো সফর সত্যিই অবিস্মরণীয় ছিল। জাদুঘরটি অন্বেষণ করা এবং অবশেষে তা দেখা অধীর আগ্রহে প্রত্যাশা ছিল।’
-
অভিনেত্রী আরও লেখেন, কল্পনা করার কয়েক বছর পর অবশেষে মমি দেখতে পেয়েছি। যদিও দর্শকদের মমির ছবি তোলার অনুমতি দেয়া হয়নি, তবুও অভিজ্ঞতাটি আমার মনে প্রাণবন্ত এবং অমলিন রয়ে গেছে।
-
মিশর প্রসঙ্গে মেহজাবীন লেখেন, এর বাইরে, আমি মিশরের অবিশ্বাস্য ইতিহাসের আরও অনেক কিছু আবিষ্কার করেছি। যার সবই পরাবাস্তব মনে হয়- মিশর সত্যিই জাদুময়।
-
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হওয়ার পর থেকে শোবিজ অঙ্গনের পরিচিত মুখ হয়ে উঠেছেন মেহজাবীন চৌধুরী।
-
বর্তমানে নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ, সিনেমা সব ক্ষেত্রেই তার অবাধ বিচরণ।