প্রাণবন্ত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা
কিংবদন্তি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার জন্মদিন আজ। ১৯৫৯ সালের এই দিনে প্রখ্যাত অভিনেতা প্রয়াত গোলাম মুস্তাফার ঘরে জন্ম নেন নন্দিত এই অভিনেত্রী। ছবি: ফেসবুক থেকে নেওয়া
-
অভিনেত্রীর পাশাপাশি নির্মাতা, আবৃত্তিশিল্পী, উপস্থাপক হিসেবেও খ্যাতি রয়েছে তার।
-
এছাড়া গুণী এই অভিনেত্রী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ২০১৯ থেকে ২৪ সাল পর্যন্ত সংরক্ষিত নারী আসন-৪ এর প্রতিনিধিত্বকারী জাতীয় সংসদ সদস্য ছিলেন।
-
সত্তরের দশকে ঢাকা থিয়েটারে নাট্যকার সেলিম আল দীনের ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ নাটকের মাধ্যমে সুবর্ণার অভিনয় যাত্রা শুরু হয়।
-
১৯৭১ সালের আগ পর্যন্ত তিনি শিশুশিল্পী হিসেবে নিয়মিত টেলিভিশনে কাজ করেছেন। তার অভিনীত সিনেমাগুলো হচ্ছে ‘ঘুড্ডি’, ‘লাল সবুজের পালা’, ‘নতুন বউ’, ‘নয়নের আলো’, ‘সুরুজ মিয়া’, ‘শঙ্খনীল কারাগার’, ‘রাক্ষস’, ‘অপহরণ’, ‘স্ত্রী’, ‘দূরত্ব’ ইত্যাদি।
-
১৯৮০ সালে নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি।
-
নব্বই দশকে বরেণ্য কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘আজ রবিবার’ এবং ‘কোথাও কেউ নেই’ নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।
-
ব্যক্তিগত জীবনে অভিনেতা হুমায়ুন ফরীদির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুবর্ণা।
-
অভিনেতার সঙ্গে দীর্ঘ ২২ বছর সংসার করার পর ২০০৮ সালে বিবাহবিচ্ছেদ হয় এই তারকা দম্পতির।
-
পরবর্তীতে নির্মাতা বদরুল আনাম সৌদকে বিয়ে করেন তিনি।