বাংলা সাহিত্যের বরপুত্রের জন্মদিন আজ
নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কুমুদিনী হাসপাতালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ছবি: সামাজিক যোগাযোগ মাধ্যম
-
‘হিমু’, ‘মিসির আলী’, ‘বাকের ভাই’ এবং অন্যান্য আইকনিক কাল্পনিক চরিত্রায়নের পাশাপাশি জাদুকরী গল্পের জন্য সবচেয়ে বেশি পরিচিত তিনি।
-
হুমায়ূন আহমেদ তার প্রথম উপন্যাস নন্দিত নরকে (১৯৭২) এর মাধ্যমে বাংলা সাহিত্যে যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন। তিনি ২০০ টিরও বেশি উপন্যাস ও গল্পের বই লিখেছেন। এখনও সেগুলো পাঠকদের কাছে ব্যাপক জনপ্রিয়।
-
বাঙালি সংস্কৃতি ও বিনোদন জগতে অসামান্য অবদানের জন্য নব্বই ও ২০০০-এর দশকে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, লেখক শিবির পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন পদক, বাচসাস পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার লাভ করেন তিনি।
-
হুমায়ূন আহমেদ ১৯৯০-এর দশকের গোড়ার দিকে চলচ্চিত্র নির্মাতা হিসাবে সাফল্য লাভ করেছিলেন এবং তার চলচ্চিত্র নির্মাণের ক্যারিয়ারে আটটি চলচ্চিত্র তৈরি করেছিলেন। প্রতিটি তার নিজের উপন্যাস অবলম্বনে।
-
১৯৭৩ সালে গুলতেকিন খানকে বিয়ে করেন তিনি। তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। তবে ২০০৩ সালে ভেঙে যায় তাদের ঘর।
-
২০০৪ সালের ১২ ডিসেম্বর মেহের আফরোজ শাওনকে বিয়ে করেন এই নন্দিত লেখক।
-
হুমায়ূন আহমেদের স্ত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহের আফরোজ শাওন তাদের ছেলে নিষাদ হুমায়ূন ও নিনিথ হুমায়ূনকে নিয়ে প্রতি বছর রাত ১২টায় রাজধানীর দক্ষিণ হাওয়া বাসভবনে কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন।
-
২০১২ সালের ১৯শে জুলাই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় দশ মাস চিকিৎসাধীন থাকার পর নিউইয়র্কের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।