বিশ্ব মঞ্চে জেসিয়ার গাউনে ছাত্র-জনতার অভ্যুত্থান
থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল-২০২৪ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলাদেশের মডেল জেসিয়া ইসলাম। এই মঞ্চে নিজের গাউনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে তুলে ধরেছেন তিনি। ছবি: জেসিয়া ইসলামের ইনস্টাগ্রাম থেকে
-
জুলাইয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সামাজিকমাধ্যমে ব্যবহার করা হয় বিভিন্ন হ্যাশট্যাগ। সেগুলো নিজের পোশাকে তুলে ধরেছেন জেসিয়া।
-
মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার এক পর্বে হলুদ গাউন পরে মঞ্চে উঠেছিলেন তিনি।
-
তার পোশাকে কালো রঙে লেখা ছিল- অল আইজ অন বাংলাদেশ, স্টুডেন্ট প্রোটেস্ট, ফ্রিডম, কোটা আন্দোলন, মুক্তি, ছাত্র-জনতা, মুক্ত বাংলা, শান্তি, সেভ বাংলাদেশি স্টুডেন্ট, কোটা বাতিল, সমান অধিকার, পিস, ভিক্টোরি, বাংলাদেশি স্টুডেন্ট মুভমেন্ট, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, ইকুয়ালিটিসহ বিভিন্ন হ্যাশট্যাগ।
-
মঞ্চের সেই মুহূর্তের ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে জেসিয়া লেখেন ‘আমরা কখনো ভুলব না’।
-
২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন আলোচিত মডেল ও অভিনেত্রী জেসিয়া ইসলাম। তারপরই বিনোদন অঙ্গনে পা রাখেন তিনি। মাঝে চীনের একটা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এই মডেল। অনন্য মামুন পরিচালিত শাকিব খান অভিনীত ‘দরদ’ ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে জেসিয়াকে। এর আগে বেশ কয়েকটি নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি।