পদ্মা সেতুতে কী করছেন সোহানা সাবা
অভিনয়ে তেমন একটা দেখা যায় না অভিনেত্রী সোহানা সাবাকে। সমালোচিত হয়েছেন ‘আলো আসবেই’ নামক হোয়াটসঅ্যাপ গ্রুপে সরব থেকে। এ ছাড়া আওয়ামী লীগের হয়ে সংরক্ষিত নারী আসনের জন্যও চেষ্টা করেছিলেন। এবার আলোচনায় এসেছেন পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তুলে।
-
৩ অক্টোবর ৯টা ৫৬ মিনিটে সোহানা সাবা তার ভেরিফায়েড আইডিতে ১৩টি ছবি পোস্ট করেন। যার সবগুলো পদ্মা সেতুতে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে তোলা। ছবি: ফেসবুক থেকে নেওয়া
-
যদিও পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় সেতুর ওপরে কোনো যানবাহন থামানো যাবে না। গাড়ি থেকে নেমে ছবি তোলা বা হাঁটাহাঁটি করা যাবে না বলে ২০২২ সালে গণবিজ্ঞপ্তিতে জানিয়েছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ছবি: ফেসবুক থেকে নেওয়া
-
সোহানা সাবা বাংলাদেশের একজন অভিনেত্রী এবং মডেল। তিনি ছোট এবং বড় পর্দায় অভিনয় করে থাকেন। তবে তার ক্যারিয়ার শুরু করেন নাচের মাধ্যমে। বর্তমানে অভিনয়শিল্পী হিসেবেই সবার কাছে পরিচিত। ছবি: ফেসবুক থেকে নেওয়া
-
সোহানা সাবা শিক্ষাজীবন শুরু করেন আজিমপুর লেডিস ক্লাব কিন্ডার গার্টেনে। তিনি ২০০২ সালে ঢাকা ল্যাবরেটরি স্কুল থেকে মাধমিক পাস করেন। ২০০৪ সালে ঢাকা মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। ছবি: ফেসবুক থেকে নেওয়া
-
পরে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন বিভাগে স্নাতক শেষ করেন। সোহানা সাবা তার বাবা-মায়ের হাত ধরে মিডিয়া জগতে আসেন। তিনি বাবুল একাডেমি থেকে নাচ এবং ছায়ানট থেকে অভিনয়ে প্রশিক্ষণ নেন। ছবি: ফেসবুক থেকে নেওয়া
-
২০০৬ সালে ‘আয়না’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হওয়া এই অভিনেত্রী আজ পদ্মা সেতুতে দাঁড়ানো ছবি পোস্ট করে লিখেছেন, ‘পদ্মা ব্রিজে রিসেট চাপি, ধোঁয়ায় মিশে যায়,/ পদ্মার বুকে শূন্যতা, কোথাও নেই তার ছায়া।/ স্বপ্ন ছিলো ইট পাথরে, কেমন করে ফুরালো,/ রিসেট দিলাম জীবনে, নতুন গল্প শুরু হলো।’ ছবি: ফেসবুক থেকে নেওয়া
-
তবে ছবিগুলো আজকের তোলা কি না এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। কমেন্টসে অনেকেই লিখেছেন, ‘অনেক আগের ছবি। সে তো দেশেই নেই।’ এমনকি সোহানা সাবাও পোস্টে দিনক্ষণ উল্লেখ করেননি। ছবি: ফেসবুক থেকে নেওয়া