গিটার জাদুকরের জন্মদিন আজ
১৯৬২ সালের এই দিনে চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেছিলেন ‘গিটার জাদুকর’ খ্যাত কিংবদন্তি আইয়ুব বাচ্চু। বেঁচে থাকলে পা ফেলতেন ৬২ বসন্তে।
-
পরিবারের অমত থাকলেও ব্যান্ডের প্রতি তার ভালোবাসা জন্মায় একেবারে শৈশবেই। ছেলের এমন আগ্রহ দেখে ১১তম জন্মদিনে বাবা একটি গিটার কিনে দেন। কিন্তু তখন কি আর কেউ কল্পনা করেছে, এই এগারোর কিশোর একদিন দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় গিটারিস্ট ও ব্যান্ড তারকা হয়ে উঠবেন! ফাইল ছবি
-
একতারা-দোতরার দেশে গিটারকে শহর থেকে একেবারে তৃণমূলে নিয়ে গেছেন আইয়ুব বাচ্চু। বিশেষ করে দেশজুড়ে তিনি রক মিউজিকের যে মানচিত্র এঁকে গেছেন, সেই পথ ধরেই হেঁটে চলছে এখনকার প্রজন্ম। শুধু গিটারেই নয়, তিনি সুরে, কণ্ঠে, কথায় উপহার দিয়েছেন অসংখ্য গান। ফাইল ছবি
-
২০১৮ সালে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন এই কষ্ট পুষে রাখা মানুষটি। তাই ক্যালেন্ডার ঘুরে ১৬ আগস্ট এলেই শ্রোতাদের মনে যেন কষ্টগুলো জেগে ওঠে। অস্ফুটস্বরে তারা গেয়ে ওঠেন আইয়ুব বাচ্চুর সুরে, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি...’। ফাইল ছবি
-
জন্মদিন উপলক্ষে আইয়ুব বাচ্চুকে ঘিরে বিশেষ কোনো আয়োজনের খবর মেলেনি। এলআরবি’র সদস্যরাও ছত্রভঙ্গ। দুই সন্তান থাকেন বিদেশে। তবে সংগীতানুরাগীরা পরম ভালোবাসায় তাকে স্মরণ করছেন মনের গহীনে কিংবা সোশ্যাল হ্যান্ডেলে। ফাইল ছবি