বিধ্বস্ত গানবাংলা টেলিভিশন
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সংগীতভিত্তিক টেলিভিশন চ্যানেল গানবাংলার কার্যালয়।
-
দুই দফা সহিংসতা চালানোর পর পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গানবাংলা। ছবি: জান্নাত শ্রাবণী
-
রাজধানীর প্রগতি সরণীতে অবস্থিত ভবনটির বেশিরভাগ ফ্লোরজুড়েই ছিল চ্যানেলটির স্টুডিও। ধ্বংসযজ্ঞের ঘটনায় কোটি টাকা মূল্যের যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ছবি: জান্নাত শ্রাবণী
-
ফেসবুকে দেওয়া পোস্টের মাধ্যমে ঘটনাটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস। ছবি: জান্নাত শ্রাবণী
-
৮-১০ তলা এই ভবনের বাইরের প্রায় সব কাচ ভাঙা। ছবি: জান্নাত শ্রাবণী
-
গানবাংলার ভেতরের সব যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়েছে। ছবি: জান্নাত শ্রাবণী
-
গানবাংলার বাইরে দাঁড়িয়ে আছে উৎসাহী জনতা। ছবি: জান্নাত শ্রাবণী
-
বিধ্বস্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে গানবাংলার গাড়ি। ছবি: জান্নাত শ্রাবণী
-
সিঁড়িতে পড়ে আছে ভাঙা টেলিফোন। ছবি: জান্নাত শ্রাবণী
-
গানবাংলা কার্যালয়ের সামনের অংশ। ছবি: জান্নাত শ্রাবণী
-
ভাঙা অংশ নিতে ব্যস্ত তারা। ছবি: জান্নাত শ্রাবণী