শাফিনকে শেষ বিদায় জানাতে এসেছেন সবাই
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় প্রথম জানাজা শেষে সোমবার দেশে আনা হয়েছে খ্যাতিমান ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ।
-
দেশে আনার পর আজ বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। ছবি: মাহবুব আলম
-
জনপ্রিয় এই তারকার ভক্ত, সতীর্থ, শুভাকাঙ্ক্ষীরা তাকে শেষ দেখা ও শ্রদ্ধা নিবেদন করতে আসেন। ছবি: মাহবুব আলম
-
কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। ছবি: মাহবুব আলম
-
এর আগে ব্যান্ডদল মাইলসের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে শাফিনের মরদেহ কোথাও নেওয়া হবে না। যেহেতু মৃত্যুর পর অনেকটা সময় পেরিয়ে গেছে, তাই দ্রুত জানাজা শেষে শিল্পীকে দাফন করতে চান তারা। ছবি: মাহবুব আলম
-
মাইলসের সদস্য মানাম আহমেদ বলেন, ‘যারা শ্রদ্ধা নিবেদন করতে চান, তাদের আজাদ মসজিদেই আসতে হবে। সেখান থেকে আমরা সরাসরি লাশ নিয়ে যাব বনানী কবরস্থানে।’ ছবি: মাহবুব আলম
-
প্রসঙ্গত, শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতের কলকাতায়। তার বাবা উপমহাদেশের কিংবদন্তি সুরকার ও সঙ্গীত শিল্পী কমল দাশ গুপ্ত এবং মা নজরুল সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম। ১৯৭৯ সালে বড় ভাই হামিন আহমেদকে নিয়ে যোগ দেন ‘মাইলস’ ব্যান্ডে। এই ব্যান্ডের ভোকাল ও বেইজ গিটারিস্ট ছিলেন তিনি। ছবি: মাহবুব আলম