শুভ জন্মদিন পূর্ণিমা
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন আজ। ১৯৮১ সালের ১১ জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন পূর্ণিমা।
-
সৌন্দর্য ও অভিনয় দক্ষতা ভক্তদের হৃদয়ে দাগ কেটেছেন গুণী এই অভিনেত্রী। ছবি: ফেসবুক থেকে
-
বয়সের সঙ্গে সঙ্গে বেড়েছে অভিনেত্রীর সৌন্দর্যও। তাইতো তাকে বলা হয় চিরসবুজ। ছবি: ফেসবুক থেকে
-
পূর্ণিমা ১৯৯৮ সালে চলচ্চিত্রে নাম লেখালেও নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা পান ২০০৩ সালে মতিউর রহমান পানুর যৌথ প্রযোজনায় ‘মনের মাঝে তুমি’ ছবিতে। ছবি: ফেসবুক থেকে
-
এরপর ২০০৬ সালে নির্মাতা এস এ হক অলিকের ‘হৃদয়ের কথা’ দিয়ে সৃষ্টি হলো বাংলা ছবির ইতিহাস। দু’টি ছবিরই শ্রুতিমধুর গানে পূর্ণিমার অভিনয় মন জয় করেছে সিনেমাপ্রেমীদের। ছবি: ফেসবুক থেকে
-
বাংলা চলচ্চিত্রে দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক নন্দিত ও প্রশংসিত ছবি। ছবি: ফেসবুক থেকে
-
পূর্ণিমার সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে ‘আহারে জীবন’ মুক্তি পেয়েছে চলতি বছরের রোজার ঈদে। ছবি: ফেসবুক থেকে
-
চলচ্চিত্রে নিয়মিত কাজ না করলেও উপস্থাপনায় নিয়মিত কাজ করেন গুণী এই অভিনেত্রী। ছবি: ফেসবুক থেকে
-
ব্যক্তিজীবনে পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। এরপর প্রথম সংসারে বিচ্ছেদ হয় তার। ছবি: ফেসবুক থেকে
-
২০২২ সালে ফের বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। পেশায় তিনি দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। ছবি: ফেসবুক থেকে