ঢাকায় কুরুলুস উসমানের বুরাক
বাংলা ভাষায় ডাবিং করা জনপ্রিয় তুরস্কের সিরিজ ‘কুরুলুস উসমান’ এর অভিনেতা বুরাক অ্যাজিভিট ঢাকায় এসেছেন। জানা গেছে, ২৪ মে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন।
-
ঢাকায় আসার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় বুরাক অ্যাজিভিট বলেছিলেন, ‘সালাম বাংলাদেশ, আমি ইস্তাম্বুল থেকে বলছি। আমার সব দর্শকের উদ্দেশে বলছি, আমি বাংলাদেশে আসছি। দেখা হচ্ছে শিগগিরই।’ ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
পরে আরও এক ভিডিও বার্তায় অভিনেতা বলেন, ‘আমি আগামী ২৬ মে গুলশান ১ নম্বরে সিঙ্গারের বেকো স্টোরে থাকব। আপনাদের সঙ্গে দেখা হবে।’ ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
বাংলাদেশি দর্শকের কাছে বুরাকের জনপ্রিয়তা বেশ। তাই অনেকেই তাকে দেখার আগ্রহ প্রকাশ করছেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর ইস্তাম্বুলে জনপ্রিয় এই অভিনেতার জন্ম। মারমারা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফটোগ্রাফির ওপর পড়াশোনা করেছেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
২০০৩ সালে বুরাক তুরস্কের শীর্ষ মডেল নির্বাচিত হন এবং শোবিজ জগতে কাজ শুরু করেন। ২০০৫ সালের এক জরিপে তিনি বিশ্বের দ্বিতীয় সেরা মডেল হয়েছিলেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
২০০৬ সালে টিভি সিরিজ ‘একসি ১৮’ দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়েছিল। এর এক বছর পর ‘মুসাল্লাত’ দিয়ে তিনি সিনেমায় আত্মপ্রকাশ করেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
তুরস্কের টিভি সিরিজ ‘কুরুলুস ওসমান’ দিয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন বুরাক অ্যাজিভিট। সিরিজে তিনি মুখ্য চরিত্র ওসমানের ভূমিকায় আছেন। ছবি: সংগৃহীত