প্রেম ও দ্রোহের কবির জন্মবার্ষিকীর ঝমকালো আয়োজন
‘অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল’ প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করেছে কেন্দ্রীয় বাফা বুলবুল একাডেমী।
-
মডেল হাই স্কুল, খিলগাঁওয়ের হলরুমে একাডেমীর শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও বুলবুল একাডেমীর পরিচালক তাপস চক্রবর্তী, মনি চক্রবর্তী ও পান্না আহমেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বিংশ শতাব্দীর সেরা বিদ্রোহ আর প্রেমের কবি নজরুলের জন্মবার্ষিকীর ঝমকালো আয়োজন। ছবি: সাজ্জাত হোসেন
-
তাপস চক্রবর্তীর পরিকল্পনা ও পরিচালনায় একাডেমীর শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় কবির জীবনী পাঠ, কবিতা আবৃত্তি, গিটার বাধ্য, নৃত্য আর নজরুল সংগীতের মধ্য দিয়ে প্রায় ৪ ঘণ্টার প্রাণবন্ত অনুষ্ঠান পরিবেশনা মুগ্ধ করে দর্শক-শ্রোতাদের। ছবি: সাজ্জাত হোসেন
-
জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বাফা’র শিল্পীদের সমবেত কণ্ঠে যায় ঝিলমিল, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমনও রঙ্গিন পাখা সহ পাঁচটি দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। ছবি: সাজ্জাত হোসেন
-
এরপর একে একে বাফা’র নিজস্ব শিল্পীরা পরিবেশন করেন আরও একটি দলীয় ও একটি একক আবৃত্তি, চারটি দলীয় নৃত্য, ১৩টি একক সঙ্গীত ও গিটারের একটি দলীয় পরিবেশনা। ছবি: সাজ্জাত হোসেন