শিল্পকলায় রবিঠাকুরের শেষের কবিতা
শিল্পকলায় রবিঠাকুরের ‘শেষের কবিতা’ এই নিয়ে অ্যালবাম।
-
গতকাল (২৩ আগস্ট) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয়েছে প্রাঙ্গণেমোরের ষষ্ঠ প্রযোজনা শেষের কবিতা। ছবি : মাহবুব আলম।
-
শেষের কবিতা নাটকের এটি ছিল ৩১তম মঞ্চায়ন। অনন্ত হীরার নাট্যরূপে নাটকটির নির্দেশনায় ছিলেন নূনা আফরোজ। ছবি : মাহবুব আলম।
-
রবিঠাকুরের উপন্যাস অবলম্বনে শেষের কবিতা নাটকটির মঞ্চায়ন হয়েছে। ছবি : মাহবুব আলম।
-
শেষের কবিতা নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হীরা, রামিজ রাজু, শুভেচ্ছা, আউয়াল রেজা প্রমুখ। ছবি : মাহবুব আলম।
-
বরিঠাকুরের শেষের কবিতা অবলম্বনে নির্মিত এ নাটকটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ছবি : মাহবুব আলম।
-
শেষের কবিতা নাটকটির প্রতিটি প্রদর্শনীতে উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ করা যায়। মঞ্চনাটকেরর দুর্দিনে এটি উল্লেখযোগ্য একটি নাটক। ছবি : মাহবুব আলম।
-
শেষের কবিতা নাটকের প্রতিটি দৃশ্যই দর্শকদের হৃদয় কেড়েছে। ছবি : মাহবুব আলম।