আপন আলোয় পূর্ণিমা
ক্যারিয়ারের শুরু থেকেই চিত্রনায়িকা পূর্ণিমা দর্শকদের জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। অনবদ্য অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার ছবি নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
ঢাকাই চলচ্চিত্রের যে ক’জন নায়িকা আপন মাহিমার আলোয় নিজেকে উদ্ভাসিত করেছেন পূর্ণিমা তাদের অন্যতম। ছবি : মাহবুব আলম।
-
পূর্ণিমা তার ভুবনজয়ী হাসিতে দর্শকদের আপনজনে পরিণত হয়েছেন। তার হৃদয়গ্রাহী হাসি সত্যিই পূর্ণিমার চাঁদের আলোর মত মিষ্টি ও স্নিগ্ধ। ছবি : মাহবুব আলম।
-
ক্যামেরার ক্যারিশমায় সাদাকালো যুগের ফটোগ্রাফিতে পূর্ণিমা। ছবি : মাহবুব আলম।
-
চট্টগ্রামের মেয়ে পূর্ণিমা সারাদেশ জয় করেছেন মোহনীয় সৌন্দর্য আর সুনিপুণ অভিনয় দিয়ে। ছবি : মাহবুব আলম।
-
পূর্ণিমা রোমান্টিক নায়িকা হয়ে রূপালি পর্দায় তার সাবলীল অভিনয়ে কোটি প্রেমিক হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। ছবি : মাহবুব আলম।
-
অনেক ছবিতে রোমান্টিক সব দৃশ্যে অভিনয় করে পূর্ণিমা আজো অগনন পুরুষের স্বপ্নে দেখা রাজকন্যা হয়ে আছেন। ছবি : মাহবুব আলম।
-
পূর্ণিমার পুরো নাম হানিফ দিলারা। ডাক নাম রীতা। চলচ্চিত্রে এসে তিনি রূপালী পর্দার পূর্ণিমা হয়ে আত্মপ্রকাশ করেছেন। ছবি : মাহবুব আলম।
-
১৯৯৭ সালে চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে পূর্ণিমার পথচলা শুরু হয়। ছবি : মাহবুব আলম।
-
পূর্ণিমা ২০১০ সালে কাজী হায়াতের ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। ছবি : মাহবুব আলম।