কী হয়েছে নুসরাত ফারিয়ার?
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া ৮ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। একদিন পর তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। এখন তিনি নিজ বাসাতেই আছেন।
-
হাসপাতাল থেকে ফিরে বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবি: ফেসবুক
-
হাসপাতাল থেকে ফিরে বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবি: ফেসবুক
-
পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুল্লিাহ, এখন আমি ভালো আছি। আপনাদের সকলের দোয়া ও ভালোবাসার জন্য ধন্যবাদ।’ ছবি: ফেসবুক
-
অভিনেত্রীর মা গণমাধ্যমকে জানিয়েছেন যে, ভালো চিকিৎসার জন্য তাকে নিয়ে বিদেশে যাওয়ার সব পরিকল্পনা করা হচ্ছে। ছবি: ফেসবুক
-
অভিনেত্রীর মা বলেন, কয়েক মাস ধরে ফারিয়ার মাথাব্যথা। ইদানীং একটু বেশি ব্যথা হচ্ছে। কষ্ট পাচ্ছে খুব। গতকাল রাতে তা সহ্যের সীমা ছাড়িয়ে যায়। মাথাব্যথার কারণে ঘুমাতেও পারে না। আগে তো মাথাব্যথার কারণে টুকটাক ওষুধ খেত। এখন সেসবে কাজও করছে না। ছবি: ফেসবুক
-
তাছাড়া ফারিয়া শারীরিকভাবেও খুব দুর্বল। খাওয়াদাওয়ায় খুবই অনিয়ম করে। এই অনিয়মের কারণে শারীরিক দুর্বলতা বেড়েছে। গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে। ফারিয়ার জন্য সবাই দোয়া করবেন। ছবি: ফেসবুক
-
এরইমধ্যে ১০ ফেব্রুয়ারি ঢাকার কেরানীগঞ্জে একটি বডিবিল্ডিং প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া। মূলত বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের আমন্ত্রণে এই অনুষ্ঠানে গেছেন নায়িকা। আগে থেকেই কথা দিয়ে রেখেছিলেন, তাই পুরোপুরি সুস্থ না হলেও প্রতিশ্রুতি রক্ষার্থে করেছেন তিনি। ছবি: ফেসবুক