যেসব তারকারা ভোট দিলেন
সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সাধারণ মানুষের পাশাপাশি ভোটকেন্দ্রে যাচ্ছেন তারকারাও।
-
খ্যাতিমান সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ মানিকগগঞ্জে তার নির্বাচনী এলাকায় সকাল সাকাল ১০টার দিকে ভোট দিয়েছেন। কেন্দ্রে গিয়ে তিনি বিজয় চিহ্ন দেখিয়ে ভোট দেন। ছবি: সংগৃহীত
-
গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তাপস-মুন্নী দম্পতি। ছবি: মাহবুব আলম
-
রোববার সকাল ৯টা ৪৬ মিনিটে রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। ছবি: জাগো নিউজ
-
গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা-১০ সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদের স্ত্রী তানিয়া রেজা। এসময় তার সঙ্গে ছিলেন তাদের দুই মেয়ে। ছবি: মাহবুব আলম
-
এদিকে স্ত্রী তানিয়া রেজাকে সঙ্গ দিতে নিজ আসন ছেড়ে গুলশানে এসেছেন নায়ক ফেরদৌস। ছবি: হাসান আদিব
-
ভোট দেওয়ার পর তানিয়া রেজা বলেন, ‘ফেরদৌসেরই জয়ে হবে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। আজ সারাদিন ফেরদৌসের পাশে থাকবো। জয় নিয়ে ঘরে ফিরবো। জয় বাংলা। আপনারা সবাই ফেরদৌসের জন্য দোয়া করবেন।’
-
সকাল ১০টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আলোচিত প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। ছবি: সংগৃহীত
-
নতুন প্রজন্মের দুই অভিনেতা সৌম্য ও দিব্য এবার প্রথমবারের মতো ভোট দিয়েছেন। তার মা অভিনেত্রী শাহনাজ খুশি তার ফেসবুকে এ তথ্য প্রকাশ করেছন। দুই ছেলের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘প্রথমবার ভোট। যারা ভোট বর্জন করেছে, তারা তরুণদের আবেগ বর্জন করেছে। আমার ভোট, আমার দেশ, ভালবাসি বাংলাদেশ।’ ছবি: সংগৃহীত
-
রাজধানী ধানমন্ডির গভমেন্ট হাইস্কুল ভোটকেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে ভোট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও শিল্পী মেহের আফরোজ শাওন। তিনি অমোচনীয় কালি দেওয়া আঙুলের ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘ভোট দিয়ে আসলাম’। ছবি: সংগৃহীত
-
দরিমাগুরা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় ভোট দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন বাবা মাশরুর রেজা কুটিল ও ছোট বোন বৃষ্টি। ছবি: মিলন রহমান
-
ভোট দিয়ে হাতের অমোচনীয় কালি প্রদর্শন করা ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী তারিন জাহান। ক্যাপশনে লিখেছেন, ‘আমি আমার ভোট দিয়েছি, আপনি?’ ছবি: সংগৃহীত
-
ভোট দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্প কোনাল। ক্যাপশনে লিখেছেন, ‘ভোট দিয়ে এসেছি। আপনি/তুমি সবাই ভোট দিতে যান/যাও। ভোট প্রদান করুন নিজের স্বার্থে , দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে।’ ছবি: সংগৃহীত
-
ভোট দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী সোহানা সাবা। ক্যাপশনে লিখেছেন, ‘ডান’। ছবি: সংগৃহীত
-
ভোট দিয়েছেন ক্রিকেট তারকা নাজমুল ইসলাম অপু। সেই ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ নিজ জেলায় নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিজের কাছে খুব আনন্দিত লাগছে। ছবি: সংগৃহীত
-
রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নড়াইল সরকারি টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। ছবি: সংগৃহীত
-
নীলফামারী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আসাদুজ্জামান নূর ভোট দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে তার নিজ কেন্দ্র উদয়ন বিদ্যাপীঠে ভোট দেন তিনি। ছবি: সংগৃহীত
-
মাকে সঙ্গে নিয়ে গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দিলেন সুপারস্টার শাকিব খান। ছবি: মাহবুব আলম