লাবণ্য লিজার পথচলা
নতুন প্রজন্মের অভিনেত্রী লাবণ্য লিজাকে নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম।
-
অভিনেত্রী লাবণ্য লিজা বেশ কিছু ভালো নাটকে অভিনয় করে এরই মধ্যে আলোচনায় এসেছেন। এখন অভিনয়কে ঘিরেই তার পৃথিবী।ছবি :এসডি প্রিন্স।
-
দর্শকপ্রিয় নাট্যনির্মাতা সালাহউদ্দিন লাভলুর জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কবুলিয়তনামা’য় পরী চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় চলে এসেছেন লাবণ্য লিজা।ছবি :এসডি প্রিন্স।
-
লাবণ্য লিজা নাট্যদল প্রাচ্য নাটে অভিনয়ের মাধ্যমে মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত হন। ছবি :এসডি প্রিন্স।
-
রাজবাড়ীর মেয়ে লাবণ্য লিজা ২০১১ সালে উৎপল দত্ত পরিচালিত ‘টিনের তলোয়ার’ নাটকে অভিনয়ের মাধ্যমে তার টিভি নাটকে যাত্রা শুরু করেন।ছবি :এসডি প্রিন্স।
-
সালাহউদ্দিন লাভলুর ঈদের নাটক ‘জগতি’তে অভিনয় করে লাবণ্য লিজা বেশ প্রশংসা অর্জন করেন।ছবি :এসডি প্রিন্স।
-
লাবণ্য লিজা সালাহউদ্দিন লাভলুর নির্দেশনায় ‘মানুষ’ নাটকেও তার অভিনয় দর্শক মহলে সমাদৃত হয়। ছবি :এসডি প্রিন্স।
-
এছাড়া লাবণ্য লিজা ইতোমধ্যেই মেজবাউর রহমান সুমনের নির্দেশনায় প্রাণের বিজ্ঞাপন এবং কিসলুর নির্দেশনায় গ্রামীণফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। ছবি :এসডি প্রিন্স।
-
রাজবাড়ীর শিল্পকলা একাডেমীতে ছোটবেলায় লাবণ্য লিজা নাচ-গান শিখলেও বড় হয়ে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। ছবি :এসডি প্রিন্স।