প্রকাশিত হলো ‘দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী’
প্রকাশিত হলো ‘দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী’ এই নিয়ে অ্যালবাম সাজানো হয়েছে।
-
বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদির ‘দ্য লিজেন্ড : সৈয়দ আব্দুল হাদী’ গানের সংকলনটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাবিনা ইয়াসমিন। ছবি : মাহবুব আলম।
-
এ সংকলনে সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর বাছাইকৃত ৪৬টি গান এবং তার জীবন ও কর্মের ওপর নির্মিত ৩০ মিনিটের প্রামাণ্যচিত্র প্রকাশিত হয়েছে। ছবি : মাহবুব আলম।
-
‘দ্য লিজেন্ড : সৈয়দ আব্দুল হাদী’ শিরোনামের এই সংকলনটির মোড়ক উন্মোচন করা হয়েছে গতকাল (১০ আগস্ট) সন্ধ্যায়। রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা সংগীত অঙ্গনের অনেক তারকা। ছবি : মাহবুব আলম।
-
গানগুলো এক মোড়কে আনতে পেরে বেশ খুশি সৈয়দ আব্দুল হাদী। বলেন, ‘আমি এক বছর ধরে গানগুলো বাছাই করছি এবং এর পেছনে কাজ করছি। খুব ইচ্ছে ছিল পছন্দের গানগুলো এক মোড়কে আসুক। আজ সেই আশা পূর্ণ হয়েছে।’ ছবি : মাহবুব আলম।
-
আব্দুল হাদীকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, খুরশীদ আলম, রফিকুল আলম, আবিদা সুলতানা, শাম্মী আখতার, আকরামুল ইসলাম খান, ফাতেমাতুজজোহরা প্রমুখ। ছবি : মাহবুব আলম।
-
‘দ্য লিজেন্ড : সৈয়দ আব্দুল হাদী’ সংকলনটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোল। ছবি : মাহবুব আলম।