গানের ঝিলিক সুরের ঝিলিক
বর্তমান প্রজন্মের সঙ্গীত শিল্পী জানিতা আহমেদ ঝিলিককে নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
বর্তমান সময়ের সেরাকণ্ঠখ্যাত কণ্ঠশিল্পী ঝিলিক। গান গেয়ে খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক শ্রোতাপ্রিয়তা লাভ করেছেন। ছবি : এসডি প্রিন্স।
-
তিন বছর বয়স থেকেই ঝিলিকের গানের জীবন শুরু হয়েছে। তার বাবা এমএ জলিল একজন সঙ্গীতশিল্পী। ছবি : এসডি প্রিন্স।
-
ঝিলিক তার বাবার কাছেই প্রথম গানের তালিম নেন। তার বাবার কাছে শাস্ত্রীয় সঙ্গীতও শেখেন। ছবি : এসডি প্রিন্স।
-
এরপর ঝিলিক ওস্তাদ বাসন্তী গোমেজ এবং ওস্তাদ মনীন্দ্রনাথ রায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন। ছবি : এসডি প্রিন্স।
-
ঝিলিকের জন্ম হয়েছে রংপুর জেলায় নানা বাড়িতে। তার নয় মাস বয়সে মা-বাবার সঙ্গে ঢাকায় চলে আসেন। ছবি : এসডি প্রিন্স।
-
ঝিলিকের বাবার বাড়ি পঞ্চগড় জেলায়। কিন্তু তার বাবার বাড়ির চেয়ে নানা বাড়িতে বেশি যাওয়া হয়। ছবি : এসডি প্রিন্স।
-
ঝিলিকের সমস্ত স্মৃতি জুড়েই রয়েছে শহুরে মানুষের জীবনধারা। কেননা শহরেই তিনি শৈশব থেকে বড় হয়েছেন। ছবি : এসডি প্রিন্স।
-
গ্রামের বাড়িতে ঝিলিকের তিন-চার বছর পরপর হয়তো একবার যাওয়া হয়। গ্রামে গেলে সেখানকার জীবন যাপন দেখে তিনি আবেগে আপ্লুত হন। ছবি : এসডি প্রিন্স।
-
ঝিলিক শৈশব থেকেই খুব শান্তশিষ্ট প্রকৃতির। নিজের সম্পর্কে ঝিলিক বলেন ‘আব্বু-আম্মুর কাছ থেকে শুনেছি আমি কখনই দুরন্তপনায় লিপ্ত হইনি।’ ছবি : এসডি প্রিন্স।
-
ঝিলিক ২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ নির্বাচিত হওয়ার পরেই মিডিয়া অঙ্গনে পথ চলা শুরু করেন। ছবি : এসডি প্রিন্স।