গানে গানে কবিগুরুকে স্মরণ
গানে গানে কবিগুরুকে স্মরণ নিয়ে এই অ্যালবাম।
-
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে গতকাল বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা গানে গানে কবিগুরুকে স্মরণ করেছে। ছবি : মাহবুব আলম।
-
গানে গানে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করছেন শিল্পীরা। ছবি : মাহবুব আলম।
-
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, উপন্যাস, গল্পের পাশাপাশি অসংখ্য গান লিখেছেন। তার গান দুই বাংলাসহ বিশ্বব্যাপী সমাদৃত। ছবি : মাহবুব আলম।
-
বাংলা ভাষা ও সাহিত্যের অনন্য সাধকপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা রাজধানীর পাবলিক লাইব্রেরিতে এ সংগীতানুষ্ঠনের আয়োজন করেছে। ছবি : মাহবুব আলম।
-
বৃষ্টি নিয়ে অজস্র কাব্য-গীতি রচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি মানবের সব অনুভূতিকে বারবার খুঁজে ফিরেছেন বর্ষার ফোঁটার মাঝে। ছবি : মাহবুব আলম।