নগরে নিসর্গ গড়ে তুলুন
নগরে নিসর্গ নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
রাজধানীর আগারগাঁওয়ে চলছে বৃক্ষমেলা। এ মেলা থেকে নানা জাতের উদ্ভিদ সংগ্রহ করে আপনার বাসায় নগরে নিসর্গ গড়ে তুলতে পারেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বাসার ছাদে কিংবা ব্যালকনিতে এসব সুদৃশ্য গাছের টপ সাজিয়ে রাখলে বাসার সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
অফিস থেকে ফিরে এসব গাছের যত্ন নিতে নিতে সারাদিনের কর্মক্লান্তি দূর করা সম্ভব। কারণ এতে করে প্রকৃতির নিবিড় সান্নিধ্য লাভ করা যায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বৃক্ষমেলায় গেলে এই ফুলের গাছ সংগ্রহ করতে ভুলবেন না। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ক্যাকটাস গাছ একটি দীর্ঘজীবী উদ্ভিদ। এটি কম যত্নেও আপনি দীর্ঘদিন বাসায় সৌন্দর্য বর্ধনের জন্য রাখতে পারবেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
দৃষ্টিনন্দন বনসাই। অনেকেই এখন শখের বসে এ ধরনের বনসাই করে থাকেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বাসায় এমন বৃক্ষের সমাহার করলে সত্যিই অরণ্যের মায়াবী ভালোবাসা পাওয়া সম্ভব। ছবি : বিপ্লব দিক্ষিৎ।