বৃক্ষমেলায় ফুলের বাগান
বৃক্ষমেলায় ফুলের বাগান নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
রাজধানীর আগারগাঁওয়ে চলছে বৃক্ষমেলা। এ মেলায় নানান জাতের ফুলের গাছও পাওয়া যাচ্ছে। বাহারি ফুল গাছের সমাহার দেখে মনে হবে এ যেন ফুলের বাগান। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
এ বৃক্ষমেলা থেকে বিভিন্ন জাতের ফুল সংগ্রহ করা যাবে। এই মেলার জন্য পুষ্পপ্রেমীরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বৃক্ষমেলায় আগত এক দর্শনার্থী গোলাপ ফুলের বাগান দেখছেন। এ বাগানে নানা জাতের গোলাপ গাছের সমাহার রয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বৃক্ষমেলায় বিভিন্ন গাছের টপ শোভা পাচ্ছে। শহুরে মানুষ এসব টপ বাসায় কিংবা ব্যালকনিতে সাজিয়ে রাখার জন্য কিনছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
ফুল আর লতাপাতা দেখে মনে হচ্ছে সত্যি সুদূর গ্রামের কোনো ফুলের বাগান। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
বাড়ির ছাদে এসব ফুলের চাষ করতে পারলে গ্রামের মত এই নগরেও ফুলের বাগান করে মনের শান্তি লাভ করা যায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।