স্মৃতিময় পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর
দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অসামান্য অবদান রয়েছে। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া পুলিশ বাহিনীর সদস্যদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রসহ বিভিন্ন ঐতিহাসিক স্মৃতি চিহ্ন নিয়ে সাজানো হয়ে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর।
-
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নসহ দেশ স্বাধীন হওয়া পর্যন্ত বাংলাদেশ পুলিশের বীরত্বের স্মৃতিগাথা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রতিষ্ঠিত হয়েছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। স্মৃতিস্তম্ভের পাশে দেড় বিঘা জমির ওপর নির্মিত এ জাদুঘরে আছে মুক্তিযুদ্ধে পুলিশের অবদানের নানান স্মারক। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
২০০৯ সালে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ (বর্তমানে এমপি) ও ডিএমপির তৎকালীন কমিশনার একেএম শহীদুল হকের (সাবেক আইজিপি) সঙ্গে পরামর্শ করে পুলিশের তৎকালীন ডিসি মো. হাবিবুর রহমান (বর্তমানে ঢাকা রেঞ্জের ডিআইজি) জাদুঘর স্থাপনের পরিকল্পনা করেন। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
মিলিটারি একাডেমি পরিদর্শন করে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনের উদ্যোগও নেন মো. হাবিবুর রহমান। ২০১৩ সালের ২৪ মার্চ রাজারবাগ পুলিশ লাইন্সের টেলিকম ভবনে দুটি রুম নিয়ে প্রথম পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি উদ্বোধন করা হয়। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
স্থাপনার দিক থেকেও নান্দনিক এ জাদুঘরে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে বঙ্গবন্ধু গ্যালারি। গ্যালারির দুই পাশের দেয়ালে আছে বঙ্গবন্ধুর নানা সময়ের দুর্লভ সব আলোকচিত্র। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
এসব স্মৃতি চিহ্ন দেখলে মন ফিরে যায় মুক্তিযুদ্ধের দিনগুলোতে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
শুধু মুক্তিযুদ্ধ নয় এরও অনেক আগের বিভিন্ন দেশপ্রেমী সংগ্রামী মানুষের স্মৃতি এই জাদুঘরে স্থান পেয়েছে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
দর্শনার্থীরা গেলেই জাদুঘরে দেখতে পাবেন, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত থ্রি নট থ্রি রাইফেল, শহীদ পুলিশ সদস্যদের ব্যবহৃত পোশাক, চশমা, টুপি, বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণার টেলিগ্রাম লেটার, স্বাধীন বাংলাদেশের প্রথম আইজিপি আবদুল খালেকের ব্যবহৃত চেয়ার, যুদ্ধের সময় উদ্ধার করা গুলি ও মুক্তিযুদ্ধে ব্যবহৃত হ্যান্ডমাইকসহ বিভিন্ন জিনিসপত্র। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
এ জাদুঘরে আরও আছে মুক্তিযুদ্ধে পুলিশের ব্যবহার করা ৭.৬২ এমএম রাইফেল, রিভলবার, ২ ইঞ্চি মর্টার এবং মর্টারশেল, ৩০৩ এলএমজি, মেশিনগান, ৭.৬২ এমএম, এলএমজি .৩২ বোর রিভলবার, .৩৮ বোর রিভলবার, ১২ বোর শর্টগান ও ৯ এমএম এমএমজিসহ বিভিন্ন অস্ত্রের সমাহার। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণের ছবি। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ও পুলিশ মুক্তযুদ্ধ জাদুঘরের পরিচালক মুহাম্মদ তালেবুর রহমান জাগো নিউজকে বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রায় হাজারখানেক বই রয়েছে লাইব্রেরিতে। অডিও ভিজ্যুয়াল কক্ষে ১৯৭২ থেকে ১৯৭৫ সালের মধ্যে পুলিশ সপ্তাহ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাষণ শোনা যায়। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়