কুয়াকাটার চোখজুড়ানো ‘চর বিজয়’
বছরের পর বছর জেলেরা যেখানে মাছ শিকারের জন্য জাল ফেলতো, সেই স্থানেই সাগরের বুক চিরে জেগে উঠেছে দ্বীপ। কুয়াকাটা সমুদ্র সৈকতের ৪০ কিলোমিটার গভীরে জেগে ওঠা এ দ্বীপকে ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা দেখা দিয়েছে।
-
সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব কোণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এ চরের সন্ধান মেলে ২০১৭ সালের ৪ ডিসেম্বর। বিজয়ের মাস হওয়ায় দ্বীপের নাম রাখা হয় ‘চর বিজয়’। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
এ চরে প্রথম পা রাখা ১৩ জনের একটি টিমের অন্যতম জল তরনী ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক ও চিত্র সাংবাদিক আরিফুর রহমান জাগো নিউজকে জানান, ২০১৭ সালের ডিসেম্বরে প্রথম এই চরে আমরা যাই। ১৩ জনের একটি টিম ডিসেম্বরে এটির সন্ধান পাওয়ায় স্থানীয় পর্যটন ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে নামকরণ করা হয় চর বিজয়। যদিও সবার আগে এ চরের সন্ধান দেন জেলেরা। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
জানা গেছে, বর্ষার ছয়মাস পানিতে ডুবে থাকে আবার শীতে ধু-ধু বালুচরের এই দ্বীপে দখল নিয়ে থাকে লাল কাঁকড়া ও নানা প্রজাতির পরিযায়ী পাখি। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
আট পায়ে ভর করে চলা লাল কাঁকড়ার দল খণ্ড খণ্ডভাবে পুরো দ্বীপ লাল করে রাখে। গাঙচিল, চ্যাগা, বালি হাঁসসহ বিভিন্ন প্রজাতির পাখিরা কখনো পানিতে আবার কখনো পুরো দ্বীপ আকাশে বিচরণে ব্যস্ত থাকে। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
পর্যটকদের জন্য ‘চর বিজয়’ হতে পারে আকর্ষণীয় ভ্রমণের স্থান। ছবি: আসাদুজ্জামান মিরাজ