নতুন কেন্দ্রীয় কারাগারে বন্দী স্থানান্তর সম্পন্ন
নতুন কেন্দ্রীয় কারাগারে বন্দী স্থানান্তর সম্পন্ন নিয়ে অ্যালবাম।
-
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সব বন্দীদের কেরানীগঞ্জে স্থাপিত কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বন্দী স্থানান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ স্থানান্তর প্রক্রিয়া রাত সোয়া ১০টার শেষ হয়। কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল ইকবাল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে বন্দীদের কেরানীগঞ্জে স্থাপিত কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
জানা গেছে, সর্বশেষ ট্রিপে ১৮৪ জন বন্দীকে স্থানান্তর করা হয়। এর ফলে সকাল থেকে শুরু হওয়া এ স্থানান্তর প্রক্রিয়ায় মোট ৬ হাজার ৫১১ আসামিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
এদিকে, আসামি স্থানান্তরকে কেন্দ্র করে পুরাতন ঢাকার নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারের চারদিকের রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। ছবি : বিপ্লব দিক্ষিৎ।