চায়ের রাজধানী শ্রীমঙ্গলের অপরূপ দৃশ্য
চায়ের রাজধানী শ্রীমঙ্গলের অপরূপ দৃশ্য নিয়ে এই অ্যালবাম।
-
বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গলের অপরূপ দৃশ্য দেখলে সত্যিকারার্থেই চোখ ফেরানো মুশকিল। অপরূপ এই সৌন্দর্যের মাঝে বারবার হারিয়ে যেতে ইচ্ছে করবে। ছবি : হৃদয় দেবনাথ।
-
যত দূর চোখ যায় কেবল সবুজের হাতছানি। চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করে। ছবি : হৃদয় দেবনাথ।
-
চায়ের বাগানের মধ্যে একটি গাছে বানর খেলা করছে। বাগানের মনোহর দৃশ্য মুহূর্তেই হৃদয় কেড়ে নেয়। ছবি : হৃদয় দেবনাথ।
-
পর্যটকরা বারবার ছুটে আসেন চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলের চিরসবুজের শোভা আর বৃষ্টিস্নাত পাহাড়ি সৌন্দর্য দেখতে। ছবি : হৃদয় দেবনাথ।
-
১৯টি চা বাগানের সতেজ সবুজ পাতায় পূর্ণ হয়ে আছে শ্রীমঙ্গলের নিসর্গশোভা। পর্যটনকেন্দ্র হিসেবে এবং চায়ের রাজধানী হিসেবে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার খ্যাতি সর্বত্রই ছড়িয়ে পড়েছে। ছবি : হৃদয় দেবনাথ।
-
শ্রীমঙ্গে রয়েছে চায়ের যাদুঘর। এই যাদুঘর দেখলে এদেশে চায়ের ইতিহাস খুব সহজেই জানা যাবে। ছবি : হৃদয় দেবনাথ।
-
চায়ের পাশাপাশি শ্রীমঙ্গলে পানের চাষও হয়ে থাকে। পান সংগ্রহ করে তার বাজারজাত করার জন্য ব্যস্ত রয়েছেন এক নারী। ছবি : হৃদয় দেবনাথ।