জনপ্রিয় হয়ে উঠেছে বাংলার টাইটানিক
বাংলার টাইটানিক সুন্দরবন-১০ নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম।
-
ঢাকা-বরিশাল নৌরুটে সম্প্রতি চালু হয়েছে লিফটযুক্ত দেশের সর্বাধুনিক বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চ বাংলার টাইটানিকখ্যাত এমভি সুন্দরবন-১০।
-
এরই মধ্যে সুন্দরবন-১০ লঞ্চটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভ্রমণে আরাম প্রিয় যাত্রীদের কাছে এই লঞ্চের নাম মুখে মুখে।
-
সুন্দরবন-১০ লঞ্চের প্রতিটি কেবিন যেন প্রাসাদের কক্ষ। দেখলেই যে কারো মন জুড়িয়ে যাবে।
-
প্রতিটি কেবিনের সাজ-সজ্জায় মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়ার নান্দনিকতার ছোঁয়া রয়েছে।
-
লঞ্চটিতে লিফট ছাড়াও প্লে-গ্রাউন্ড, ফুডকোর্ট এরিয়া ও চিকিৎসা সুবিধার পাশাপাশি ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ওয়াইফাই সুবিধাও থাকছে।
-
লঞ্চটি দেশের সর্ববৃহৎ যাত্রীবাহী নৌযান। তাই অনেকেই লঞ্চটিকে বলছেন ‘বাংলার টাইটানিক’।
-
ব্যয়বহুল ও দৃষ্টিনন্দন আসবাবপত্রে সাজানো রয়েছে প্রতিটি কক্ষ। ঐতিহ্য আর আধুনিকতার সমন্বয়ে ভ্রমণের জন্য যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।