সবুজের টানে রবীন্দ্র সরোবরে
ইট পাথরে ঘেরা এই শহরের মাঝে সবুজ শীতল বাতাসে নিঃশ্বাস নেয়ার অন্যতম স্থান রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর। গাছপালার পাশাপাশি যেখানে রয়েছে শীতল পানির মনোরম লেক। চলুন ছবিতে দেখা যাক রবীন্দ্র সরোবরের সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য।
-
মুক্তমঞ্চ। লেক পাড়ের এই স্থানটাকেই মূলত রবীন্দ্র সরোবর বলা হয়। ছবি: মাসুমা মুসরাত শৈলী
-
এই স্থানকে ঘিরেই জমে ওঠে আড্ডা। কেউ কেউ আসেন একটু সময় কাটানোর জন্য। ছবি: মাসুমা মুসরাত শৈলী
-
এখানে রয়েছে খাবারের দোকানও। চা, লুচি, চাপসহ নানা ধরনের খাবার পাওয়া যায় এখানে। ছবি: মাসুমা মুসরাত শৈলী
-
রয়েছে গাছ তলায় বসে খাওয়ার জায়গা কিংবা সময় কাটানোর ব্যাবস্থাও। ছবি: মাসুমা মুসরাত শৈলী
-
মুক্তমঞ্চের পাশেই রয়েছে ব্যায়ামের ব্যবস্থা। ছবি: মাসুমা মুসরাত শৈলী
-
লেকের শীতল জলরাশির পাশে বসে বিশ্রাম নেন কেউ কেউ। ছবি: মাসুমা মুসরাত শৈলী
-
সুবিশাল লেক। আর দুপাশে সবুজের সারি। ছবি: মাসুমা মুসরাত শৈলী
-
স্বচ্ছ পানির লেকের ওপাশেও রয়েছে জগিং কিংবা সময় কাটানোর নানা আয়োজন। ছবি: মাসুমা মুসরাত শৈলী
-
জীবিকার টানে গাঁথছে কেউ ফুলের মালা। এখানে ঘুরতে আসা অনেকেই এগুলো কিনেন। ছবি: মাসুমা মুসরাত শৈলী
-
ফুলের মালা কিনছেন একজন। ছবি: মাসুমা মুসরাত শৈলী
-
পাশেই রয়েছে নজরকাড়া ঝুলন্ত ব্রিজ। ছবি: মাসুমা মুসরাত শৈলী
-
লেক পাড়ে কেউ হাঁটছেন প্রিয়জনের সাথে। ছবি: মাসুমা মুসরাত শৈলী
-
আবার কেউ অবসরে বড়শি ফেলছেন লেকে। ছবি: মাসুমা মুসরাত শৈলী
-
প্রতিদিনই এই লেককে ঘিরে চলতে থাকে নানা আয়োজন। ছবি: মাসুমা মুসরাত শৈলী