শ্রাবণে পদ্মার নৈসর্গিক রূপ
শ্রাবণে পদ্মার রূপ নিয়ে এই অ্যালবাম।
-
শ্রাবণে পদ্মার নৈসর্গিক দৃশ্য দেখে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানো যায়। এখন পদ্মা উত্তাল থাকায় এর রূপ আরো আকর্ষণীয়। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
পদ্মার তীরে সবে জলরাশি ফেলে মাছ ধরা হচ্ছে। বরশিতে দেশীয় নানা জাতের মাছ পাওয়া যায়।ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
পদ্মার তীর, বিশাল জলরাশি নীল দিগন্ত মিলে মিলে একাকার। পদ্মার এই দৃশ্য মুহূর্তেই মন ভালো করে দেয়। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
পদ্মার তীরে মাছ ধরার নৌকা বাঁধা রয়েছে। উত্তাল পদ্মার বুকে জেলেরা মাছ ধরে জীবীকা নির্বাহ করে। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
পদ্মার আকাশজুড়ে মেঘের ঘনঘটা। তীরে ছোট এক ঘরে বসেসে মানুষের আড্ডা। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
পদ্মার তীরের নৌ জীবন। নৌকায় করে স্থানীয়রা বাজার সেরে আপন গন্তবে ছুটছেন। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
ঘাটে বাঁধা সারি সারি নৌকা। পদ্মার এই শান্ত রূপ দৃষ্টি কেড়ে নেওয়ার মত। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
পদ্মাকে ঘিরে এসব মানুষের জীবন প্রবাহ। নদীর তীরের এ মানুষগুলোর কাছে পদ্মা মায়ের মত।ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
পদ্মার এই শান্ত রূপ মাঝে মাঝে উত্তাল হয়ে ওঠে। তাই বুঝি পদ্মাকে প্রমত্তা বলা হয়। ছবি : রবিউল ইসলাম পলাশ।