বর্ষায় চোখজুড়ানো টাঙ্গুয়ার হাওর
প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি সুনামগঞ্জ। এ জেলার তাহিরপুরে রয়েছে চোখজুড়ানো টাঙ্গুয়ার হাওর। বর্ষকালে এ হাওর সেজে ওঠে আপন সৌন্দর্যে। ছবিতে দেখুন নজরকাড়া টাঙ্গুয়ার হাওর।
-
করোনার কারণে সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি, টেকেরঘাট, বারেকাটিলাসহ পর্যটন এলাকায় জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ছবি: লিপসন আহমেদ
-
বর্ষাকালে হাওর রূপ-সৌন্দর্যে অনন্য হয়ে ওঠে। ছবি: লিপসন আহমেদ
-
এ সময়ে পর্যটকদের আনাগোনা থাকলেও এখন করোনার কারণে হাওর এলাকা নীরব। ছবি: লিপসন আহমেদ
-
হাওরের বুকে বিশাল জলরাশি। ছবি: লিপসন আহমেদ
-
টাঙ্গুয়ার হাওরের এমন সৌন্দর্য দেখে মুগ্ধ হন পর্যটকরা। ছবি: লিপসন আহমেদ
-
নিষেধাজ্ঞার মাঝেও হাওরে দেখা গেছে পর্যটকবাহী ট্রলার। ছবি: লিপসন আহমেদ
-
একজন পর্যটক জাগো নিউজকে বলেন, ‘টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য দেখার জন্য আমরা ঢাকা থেকে এসেছি। কিন্তু এখানে এসে জানতে পারি টাঙ্গুয়ার হাওরসহ সব পর্যটনকেন্দ্রে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ছবি: লিপসন আহমেদ
-
হাওরের বুকে নৌকার চোখজুড়ানো দৃশ্য। ছবি: লিপসন আহমেদ
-
করোনার দুঃসহ সময় কেটে গেলে আবার টাঙ্গুয়ার হাওর পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে। ছবি: লিপসন আহমেদ