শত কোটি টাকার আম বিক্রি হয় যে হাটে
রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট বানেশ্বর। এখানে প্রতিদিন শত কোটি টাকার আমের বাণিজ্য হয়ে থাকে। ছবিতে দেখুন আমের হাট।
-
সকাল ৮টা থেকেই রাজশাহীর আনাচে-কানাচে থেকে আম নিয়ে বানেশ্বর বাজারে আসতে শুরু করেন চাষিরা। এর আগে ভোর থেকে বাগানে আম পেড়ে ক্যারেট ভর্তি করেন। ছবি: ফয়সাল আহমেদ
-
পরে একটি ভ্যান ভাড়া করে ছোটেন রাজশাহীর সবচেয়ে বড় আমের বাজার বানেশ্বরে। ছবি: ফয়সাল আহমেদ
-
পবা উপজেলার হরিয়ান থেকে বানেশ্বর কলেজ মাঠে আমের হাটে আম বিক্রি করতে এসেছেন আবুল কালাম নামের এক চাষি। আক্ষেপের সুরে তিনি বললেন, ‘আম এনেছি ৫৫ ক্যারেট। দুপুর একটার দিকে এসেছি। ব্যাপারিরা কেউ নাই। এখন পর্যন্ত একটা লোকও জিজ্ঞাসা করল না আমের দাম কত? হাটে সব আমওয়ালাতেই ভর্তি। আমার মতন অনেকেই এমন বসে আছেন ঘণ্টার পর ঘণ্টা।’ ছবি: ফয়সাল আহমেদ
-
আম নিয়ে অপেক্ষমান মো. শাহজাহান আলী তার (আবুল কালাম) কথায় সাই দিয়ে জানান আরও বিভিন্ন অভিযোগ। তিনি বলেন, ‘বাজারে ক্রেতা নাই। এই সুযোগে ৪৮-৫২ কেজিতে মণ নিচ্ছে ব্যাপারিরা। সার, কীটনাশকের দাম অনেক।’ ছবি: ফয়সাল আহমেদ
-
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজশাহীর হাইওয়েগুলোতে একের পর এক আমের ক্যারেট ভর্তি ভ্যান। তাদের গন্তব্য বানেশ্বর আমের হাট। ছবি: ফয়সাল আহমেদ
-
রাজশাহী থেকে পুঠিয়ার বানেশ্বর হাটে যাওয়ার পথে হাইওয়ের বেশ কিছু জায়গাতে কিছু কিছু আমের দোকান চোখে পড়ে। ছবি: ফয়সাল আহমেদ
-
অনেকে রাস্তার পাশে ক্যারেটে এমনকি ভ্যানের ওপর ক্যারে ভর্তি আম নিয়ে বিক্রি করছেন। অনেকেই গাড়ি থামিয়ে কিনছেনও তাদের আম। ছবি: ফয়সাল আহমেদ
-
এবারে আমের হাট সম্পর্কে জানতে জাইলে পুঠিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাই মোহাম্মদ আনাস জানান, গতবারের তুলনায় এবারে আমের জোগান অনেক বেশি। তবে সেই তুলনায় ক্রেতা নেই। করোনার কারণে বর্তমানে অনেক আমচাষি ও উদ্যোক্তার সৃষ্টি হয়েছে। ছবি: ফয়সাল আহমেদ
-
সম্প্রতি করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ এবং চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে করোনার আক্রান্তের হার অনেক বেশি হওয়ায় বাইরের অনেক ব্যাপারিরা রাজশাহীতে আসতে ভয় পাচ্ছেন বলেও জানান ইউএনও। ছবি: ফয়সাল আহমেদ
-
ঢলন বা সোলা প্রথার উচ্ছেদের কথা থাকলেও তা মানছে না আড়তদার বা ব্যাপারিরা। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঢলন প্রথার উচ্ছেদ করে মেট্রিক পদ্ধতিতে আম ব্যবসা পরিচালনার কথা বলা হয়েছে। এ নিয়ে বাজার মনিটরিং করা হচ্ছে। ছবি: ফয়সাল আহমেদ
-
বানেশ্বর হাটের ইজারাদার ও ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. ওসমান আলী বলেন, অতিরিক্ত আম (মণে কেজি বেশি ধরা) নেয়ার অভিযোগ এখন পর্যন্ত কোনো আমচাষিদের কাছে পাইনি। পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ছবি: ফয়সাল আহমেদ