দৃষ্টিজুড়ে দেশের সবচেয়ে বড় সেতু
দেশের দক্ষিণবঙ্গের মানুষ বাড়ি ফেরার সময় এখন তাদের স্মার্টফোনের ক্যামেরায় পদ্মাসেতুর ছবি তুলতে ভুল করেন না। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে সেতুটি চালু হবে।
-
দক্ষিণবঙ্গের মানুষ এখনও পদ্মা পাড় হচ্ছেন বিভিন্ন জলযানে। পাড় হওয়ার সময় দেখছেন পদ্মাসেতুর অপরূপ দৃশ্য। সেই সাথে অপেক্ষা করছেন কবে সেতু পাড় হয়ে বাড়ি ফিরবেন। ছবি: সার্জিন শরীফ
-
দৃষ্টির সীমানাজুড়ে পদ্মাসেতু। ছবি: সার্জিন শরীফ
-
এখন শেষ মুহূর্তের কাজ চলছে পদ্মাসেতুর। ছবি: সার্জিন শরীফ
-
গৌরবের এ পদ্মাসেতু একদিন আমাদের ঐতিহ্যে রূপ নেবে। ছবি: সার্জিন শরীফ
-
বাস্তবে ধরা দিয়েছে স্বপ্নের পদ্মাসেতু। ছবি: সার্জিন শরীফ
-
মেঘ আর পদ্মার জলরাশির মাঝে অপরূপ পদ্মাসেতু। ছবি: সার্জিন শরীফ
-
পদ্মাসেতু চালু হলে দক্ষিণাঞ্চলের সাথে দেশের সব জেলার যোগাযোগের বিপ্লব সূচিত হবে। ছবি: সার্জিন শরীফ
-
দৃষ্টিনন্দন পদ্মাসেতু দেখতে বিদেশি পর্যটকরাও ছুটে আসবেন। ছবি: সার্জিন শরীফ
-
পর্যটন বিশেষজ্ঞরা মনে করছেন, পদ্মাসেতুর দুই প্রান্তে আকর্ষণীয় পর্যটন স্পট গড়ে উঠবে। ছবি: সার্জিন শরীফ