ডাক ভবনের ছবি দেখলেই চিঠির কথা মনে পড়বে
আজ ডাক অধিদফতরের নবনির্মিত সদর দফতর ‘ডাক ভবন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। দেখুন ডাক ভবনের নজরকাড়া ছবি।
-
হারিয়ে গেছে চিঠি লেখার যুগ। নতুন প্রজন্মের অনেকেই পোস্ট বক্স দেখলে অবাক হয়ে তাকিয়ে থাকে। তবে নতুন ডাক ভবনের ছবি দেখলেই চিঠির কথা মনে পড়বে সবার। ছবি: মাহবুব আলম
-
আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে ডাক বাক্সের আদলে আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে নান্দনিক ডাক ভবনটি উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: মাহবুব আলম
-
গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ডাক ভবন উদ্বোধন করেন। ছবি: মাহবুব আলম
-
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে জানানো হয়, রাজধানীর আগারগাঁওয়ে ৯১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন এই ভবনটি নির্মাণ করা হয়। ছবি: মাহবুব আলম
-
দুটি বেইজমেন্টসহ ১৪তলা ভবন নির্মাণের জন্য বাংলাদেশ ডাক অধিদফতরের সদর দফতর শীর্ষক প্রকল্পটি ২০১৮ সালের ২০ মার্চ একনেকে অনুমোদিত হয়। ছবি: মাহবুব আলম
-
নবনির্মিত ডাক ভবনটিতে সুসজ্জিত ও সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক পোস্টাল মিউজিয়াম, সুপরিসর অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, মেডিকেল সুবিধা, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং সার্বক্ষণিক ওয়াইফাইসহ অন্যান্য তথ্য-প্রযুক্তিগত সুবিধা রাখা হয়েছে। ছবি: মাহবুব আলম