পদ্মায় ৩ হাজার যাত্রীর মুখে হাসি ফোটালো যমুনা
অনেক প্রতীক্ষার পর মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট থেকে প্রায় ৩ হাজার যাত্রী নিয়ে বাংলাবাজারের দিকে ছেড়ে গেছে ফেরি যমুনা। আজ সকাল ১০টার দিকে ২ নং ফেরি ঘাটে থেকে ফেরিটি ছেড়ে যায়। ছবিতে দেখুন এসব মানুষের ঈদ যাত্রা।
-
সকাল থেকে দীর্ঘ প্রতিক্ষার পর ফেরিটিতে করে নদী পার হওয়া সুযোগে যাত্রীদের উল্লাস করতে দেখা যায়। ছবি: আরাফাত রায়হান সাকিব
-
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ঘাটে আসা যাত্রীরা ২ ও ৩ নং ফেরি ঘাটে জড়ো হচ্ছিলো। এরমধ্যে বেলা ১০ টার দিকে ডাম্প ফেরি যমুনা ২ নং ঘাটে নোঙর করে। ফেরিটিতে ৫টি লাশ বাহী অ্যাম্বুলেন্স উঠানোর সাথে সাথেই উঠে পরে ঘাটে অপেক্ষারত হাজার হাজার যাত্রী। ১৫ মিনিটের সাথে ১০টা ১৫ মিনিটের দিকে যাত্রী ও অ্যাম্বুলেন্স নিয়ে ফেরিটি বাংলাবাজারের উদ্দ্যেশ্যে ছেড়ে যায়। ছবি: আরাফাত রায়হান সাকিব
-
এ বিষয়ে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের একটি সূত্র জানায়, মূলত লাশবাহী অ্যাম্বুলেন্স পাড়াপাড়ের জন্যই ফেরিটি ছেড়ে যায়। তবে ফেরিটি নোঙর করা মাত্রই যাত্রীরা ফেরিটিতে উঠে পরে। ছবি: আরাফাত রায়হান সাকিব
-
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ হিলাল আহমেদ জানান, ফেরি চলাচল বন্ধ থাকলে অ্যাম্বুলেন্স নিয়ে মোট ২টি ফেরি ছেড়ে গেছে। ঘাটে থাকা যাত্রীরাও এ ফেরিতে উঠে পরেছিলো। ঘাটে বর্তমানে সাড়ে ৪ শতাধিক পণ্যবাহী যানবাহন ও কয়েক হাজার যাত্রী আছে। ছবি: আরাফাত রায়হান সাকিব
-
এদিকে গত দুইদিনের মত আজ সোমবারও সকাল থেকে হাজার হাজার যাত্রী শিমুলিয়াঘাটে উপস্থিত হতে থাকে। ছবি: আরাফাত রায়হান সাকিব
-
নিষেধাজ্ঞা ও পথে পথে বিজিবি-পুলিশের চেকপোস্ট সত্ত্বেও যাত্রীরা পায়ে হেঁটে ঘাট এলাকায় এসে জড়ো হতে থাকলে তৈরি হয় গাদাগাদি ভিড়। ঘাট জড়ো এসব যাত্রীদের মধ্যে নূন্যতম স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। ছবি: আরাফাত রায়হান সাকিব
-
স্রোতের বেগে ছুটছে মানুষ। যে করেই হোক ঈদে বাড়ি যেতে হবে তাদের। ছবি: আরাফাত রায়হান সাকিব
-
ফেরি ছেড়ে দেয়ার পর যাত্রীরা ভীষণ আনন্দিত। ছবি: আরাফাত রায়হান সাকিব