বিকেল বেলার সদরঘাট
বিকেল বেলার সদরঘাট নিয়ে এই অ্যালবাম।
-
বেলা পড়তে না পড়তেই সদরঘাটের ব্যস্ত দৃশ্য দেখা যায়। সদরঘাটের এই দৃশ্য প্রতিদিনকার। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় মালামাল পাঠানোর জন্য নৌকা ও ট্রলারে করে মালপত্র লঞ্চে বোঝাই করা হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
সদরঘাটের লঞ্চে যাত্রী ও মালামাল তোলার ব্যস্ততা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
সারি সারি লঞ্চে যাত্রী তোলা হচ্ছে। প্রতিদিন বিকেল থেকে রাত আটটা-নয়টা পর্যন্ত যাত্রী তোলা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
নৌকাযোগে লঞ্চে মালপত্র তোলা হচ্ছে। লঞ্চে মালামাল বহন করতে খরচ কম হয় বলে দক্ষিণাঞ্চালের ব্যবসায়ীরা নৌ পথ ব্যবহার করে থাকে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
লঞ্চের ইঞ্জিনের ধস্ ধস্, আনসারদের বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি-হাঁকাহাঁকি-এমন এক চিরচেনা দৃশ্যপট সদরঘাটের। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
সদরঘাট কালপরিক্রমায় যাত্রী পরিবহনের বিবেচনায় এখন বিশ্বের অন্যতম লঞ্চ সার্ভিস স্টেশন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।