ছবিতে দেখুন সেন্টমার্টিনের অপরূপ সৌন্দর্য
আমাদের দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সেন্টমার্টিন। শুধু এ দেশের ভ্রমণপিপাসুরা নয় বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরাও এর সৌন্দর্য উপভোগ করতে আসেন। ছবিতে দেখুন সৌন্দর্যের লীলাভূমি সেন্টমার্টিন।
-
ভ্রমণে বের হতে চাইলে যে কেউ সেন্টমার্টিনে নির্ভয়ে ঘুরতে যেতে পারেন। ছবি: জাগো নিউজ
-
দেশের দূর-দূরান্ত থেকে ভ্রমণপিপাসুরা ছুটে আসেন কক্সবাজারের সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপে। শুরুতে উৎকণ্ঠা কাজ করে- কী হবে সেখানে, যদি সবকিছু ছিনতাইয়ের কবলে পড়ে, মানুষগুলো কেমন ইত্যাদি। মজার ব্যাপার হলো, সেন্টমার্টিনের প্রতিটি মানুষের চলাফেরা অত্যন্ত স্বাভাবিক। একে অন্যের বিপদে যতটা সম্ভব সবাই এগিয়ে আসে। ছবি: জাগো নিউজ
-
সেন্টমার্টিন যেন প্রকৃতির অনন্য উপহার। এখানে এলে যে কারো মন ভালো হয়ে যাবে এক নিমেষে। ছবি: জাগো নিউজ
-
পর্যটকদের নিয়ে সেন্টমার্টিনের পথে যাত্রীবাহী জাহাজ। ছবি: জাগো নিউজ
-
এখানে এলে দেখা মিলবে বিভিন্ন প্রজাতির মাছের। ছবি: জাগো নিউজ
-
অনেক ভ্রমণপিপাসু রাতের বেলায় সমুদ্রের গর্জন শুনতে আলাদা থাকার জন্য রুম নেন না। তারা সমুদ্র পাড়েই গল্পে-আড্ডায় রাত কাটান। স্থানীয় কেউ এসে প্রশ্ন করবে না কেন এখানে এসেছেন, এতো রাতে আছেন কেন, আপনার জেলা কোথায়। ছবি: জাগো নিউজ
-
সেন্টমার্টিন ভ্রমণে সরকার যেসব বিধি-নিষেধ দিয়েছে তার মধ্যে একটি ‘জাহাজ থেকে পাখিকে চিপস বা অন্য কোনো খাবার খাওয়ানো যাবে না’। সরকারের এ নিষেধাজ্ঞা মানছেন না সেন্টমার্টিন ভ্রমণকারীরা। ভ্রমণের সময় এ বিষয়টি সবার মেনে চলা উচিত। ছবি: জাগো নিউজ
-
জাহাজের পিছু পিছু উড়ছে ঝাঁকে ঝাঁকে সি-বার্ড। ছবি: জাগো নিউজ
-
যেদিকে চোখ যায় শুধু নীল আর নীল। আকাশ আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার। এখানে অগভীর দীর্ঘ সমুদ্রতট, সামুদ্রিক প্রবাল, সাগরের ঢেউয়ের ছন্দ সবাইকে মুগ্ধ করে। ছবি: জাগো নিউজ
-
অপরূপ সেন্টমার্টিনের যেন আলাদা একটি সৌন্দর্য নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ‘সমুদ্র বিলাস’ কটেজ। সমুদ্রের তীরঘেঁষে নির্মাণ করা হয় কটেজটি। সকাল-বিকেল রঙ বদল করা সেন্টমার্টিনের অনেক রঙ-রূপের দেখা মেলে সমুদ্র বিলাস থেকে। ছবি: জাগো নিউজ
-
সাগরের গর্জন, নীলাভ পানি, পূর্ণিমা রাত, সৈকত, প্রবাল-শৈবাল, কেয়া গাছ, মুক্ত বাতাস, দীর্ঘসময় জাহাজে ভ্রমণসহ নানা কারণে ভ্রমণপিপাসুদের কাছে প্রিয় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ছবি: জাগো নিউজ