পদ্মার বুকে শ্রাবণের বৃষ্টি
পদ্মার বুকে শ্রাবণের বারিধারা নিয়ে এই অ্যালবাম।
-
বর্ষাকাল এলে প্রমত্তা পদ্মা যেন তার যৌবন ফিরে পায়। উপরে কালো মেঘের ঘনঘটা নিচে পদ্মার ঘোলা জলের উথাল পাথাল ঢেউ। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
রিমঝিম বর্ষণে পদ্মার অপরূপ দৃশ্য। মনোলোভা এই দৃশ্য সত্যিই উপভোগ্য। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
শ্রাবণের বৃষ্টির মাঝে জেলে মাছ ধরছেন। রূপালি ইলিশের অপেক্ষায় জেলে প্রহর গুণছেন। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
বৃষ্টি ভেজা পদ্মার রূপ নয় যেন পটে আঁকা শিল্পীর ছবি। এই দৃশ্য দেখে মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
অঝোর শ্রাবণে ভিজছে পদ্মা ও তার উপর ভাসমান নৌকা, কিন্তু নৌকার মাঝির দেখা নেই। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
শ্রাবণে পদ্মা মায়াবী রূপ ধারণ করে আছে। এই মনোহর দৃশ্য উপভোগ করার জন্য অনেকেই পদ্মার বুকে নৌ ভ্রমণে বের হন। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
বৃষ্টি ঝরা একটু কমেছে। পদ্মার তীরে বসে গোসল করছেন স্থানীয় বাসিন্দারা। ছবি : রবিউল ইসলাম পলাশ।