বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ১০টি ছাতা
বৃষ্টি কিংবা প্রচণ্ড রোদ থেকে রক্ষা পেতে সব দেশেই ছাতা ব্যবহার করা হয়। রুচিশীল বিলাসী মানুষ ছাতা ব্যবহারের ক্ষেত্রেও বেশ সচেতন। দেখুন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল দশটি ছাতা।
-
পুরুষদের জন্য তৈরি এ ছাতার নাম মলক্কা ফ্লাস্ক আমব্রেলা। ব্রিটেনে তৈরি এই ছাতার দাম ১২৭০ ডলার। ছাতার হাতলটি তৈরি হয় টিউলিপ কাঠ দিয়ে। এ ছাতাটি ৩৫.৫ ইঞ্চি চওড়া, ৩৮ ইঞ্চি লম্বা।
-
এটির নাম বুরবেরি ব্র্যান্ডের নুবুক অসট্রিক হ্যান্ডেল ওয়াকিং আমব্রেলা। এটির দাম ৮৫০ ডলার। ব্রিটিশ ব্র্যান্ড বুরবেরির এই ছাতাকে ব্রিটিশ স্টাইলের সঙ্গে সমর্থক বলে চিহ্নিত করা হয়। ছাতার বিশেষ আকর্ষণ এর হ্যান্ডেলটি। যেখানে অস্ট্রিচের চামড়ার উপরে নজরকাড়া কারুকার্য করা থাকে। এ ছাতার কাপড় ওয়াটার রেসিস্ট্যান্ট পলিস্টার কাপড়ের।
-
সোয়াইন অ্যাডেনি ব্রিগ মেনস কোম্পানির এ ছাতার নাম ‘হোয়াঙ্গি’। এর মূল্য দাম ৭৬০ ডলার। এই ছাতার মূল আকর্ষণ বাঁশ দিয়ে তৈরি ছাতার হাতলটি।
-
এটির নাম ‘মারিও তালারিকো’ হর্ন ঈগল আমব্রেলা। এর দাম ৬৫০ ডলার। ইতালির নেপলসের সংস্থা মারিও তালারিকো পুরুষদের জন্য অসাধারণ নকশার এ ছাতা তৈরি করে। যা গোটা বিশ্বে সমাদৃত। প্রতিটি ছাতার নকশা এবং কারুকার্য অন্যটির থেকে আলাদা।
-
‘আলেকন্ডার ম্যাককুইন’ স্কাল হ্যান্ডেল আমব্রেলা। এ ছাতার দাম ৫৬৫ ডলার। বিখ্যাত ব্রিটিশ ডিজাইনার অ্যালেক্সান্ডার ম্যাককুইন অসাধারণ এ ছাতার নকশা করেন।
-
‘মাগিলিয়া ফ্রান্সেসকো’ চেরি উড ওয়ান পিস আমব্রেলা। এর দাম ৪৯৫ ডলার। ইতালির মিলানের ওয়ার্কশপে হাতে তৈরি করা হয় এই ছাতাটিকে। হাতের নিপুণ কারুকার্যের জন্যই এই ছাতাগুলি জনপ্রিয় হয়েছে। এ ছাতাটি প্রায় ৩৭ ইঞ্চি লম্বা।
-
হার্মেস ‘প্লুইয়ে ডি এইচ’ ফোল্ডিং আমব্রেলা। এর দাম ৪৮৫ ডলার। ফরাসি ফ্যাশন সংস্থা হার্মেস হ্যান্ডব্যাগসহ বিভিন্ন বিলাসবহুল ফ্যাশন প্রোডাক্ট তৈরির জন্য বিখ্যাত। সেই সংস্থার তৈরি এ ডিজাইনের ছাতাটি যেমন নজরকাড়া, তেমনই বর্ষা থেকে বাঁচানোর ক্ষেত্রেও দারুণ কাজের। এই ছাতাটি ৩৯ ইঞ্চি চওড়া।
-
এটির নাম ‘ম্যাগিলা ফ্রান্সেসকো’ ব্লাকওয়াচ স্পোর্টস সিট আমব্রেলা। এর দাম ৪৫০ ডলার। ব্রিটেনের রানি এলিজাবেথ এই ছাতা ব্যবহার করেন। ফ্রান্সেসকো মিলানের একটি সংস্থা ১৮৫৪ সাল থেকে এই সংস্থা ছাতা তৈরির জন্য বিখ্যাত। ৭০টি ধাপ পেরিয়ে এর এক একটি ছাতা তৈরি হয়। ছাতাটি ২৪ ইঞ্চি চওড়া।
-
‘ইল মার্চেসাটো’ পিওর সিল্ক অ্যান্ড সোয়ারোভস্কি ক্রিস্টাল আমব্রেলা এটি। এর দাম ৩৮৫ ডলার। ইতালিতে হাতে তৈরি এই ছাতা জার্মানির বিখ্যাত স্কির্ম ওয়ের্টাল স্টোরে বিক্রি করা হয়। ৩৭ ইঞ্চি লম্বা এবং ৩৯ ইঞ্চি চওড়া এই ছাতা ঝড়-বৃষ্টি থেকে ব্যবহারকারীকে সহজেই রক্ষা করে।
-
এ ছাতার নাম ‘পাসোট্টি’ ইতালিয়ান আমব্রেলা উইথ সোয়ারোভস্কি ক্রিস্টালস। এর দাম ৩৬০ ডলার। এই ছাতাগুলির প্রতি ডিজাইনই অল্প সংখ্যক তৈরি করা হয়। ছাতাটির মাপ ৩৬ ইঞ্চি চওড়া এবং ৩৪ ইঞ্চি লম্বা।