মহানবীর ব্যঙ্গচিত্র প্রচারে ফ্রান্সের পণ্য বর্জনের ডাক
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২৮ অক্টোবর ২০২০
আপডেট: ০৬:২২ পিএম, ২৮ অক্টোবর ২০২০
ফ্রান্স সরকারের সহযোগিতায় বাকস্বাধীনতার নামে বহুল সমালোচিত ম্যাগাজিন শার্লি এবদো কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রচার করায় দেশটির পণ্য বর্জনের ডাক দেয়া হয়। রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় এ প্রতিবাদের আয়োজন করা হয়।
-
ইসলামী সংগঠনগুলো ফ্রান্সকে বয়কট, কূটনীতিক সম্পর্ক ছিন্নের দাবি জানিয়েছে। ছবি: মাহবুব আলম
-
ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা নিয়ে প্রতিবাদ করা হচ্ছে। ছবি: মাহবুব আলম
-
ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে। ছবি: মাহবুব আলম
-
ফ্রান্সের এসব কোম্পানির পণ্য বর্জনের জন্য সবাইকে আহবান জানানো হয়। ছবি: মাহবুব আলম
-
প্রতিবাদকারীরা ফ্রান্সের অ্যাম্বাসেডরকে বহিষ্কারের দাবি জানানো হয়। ছবি: মাহবুব আলম