পাটুরিয়া ফেরি ঘাটের দৈনন্দিন ব্যস্ততা
পাটুরিয়া ফেরিঘাটের ব্যস্ততা নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলার মানুষ পাটুরিয়া ফেরি ঘাট থেকে রাজধানীতে আসা যাওয়া করে। তাই প্রতিদিন এই ঘাটে মানুষের আসা যাওয়ার ব্যস্ততা লেগেই থাকে। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
ঘাটে এসে ভিড়েছে ফেরি। বিরতিহীনভাবে যাত্রী পারাপারে নিয়োজিত থাকে থাকে এই ফেরি। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
নদী পারাপারের সময় ফেরির জানালা দিয়ে পদ্মার সুবিস্তীর্ণ জলরাশির হাতছানি দেখলে যে কারো মন জুড়িয়ে যাবে। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
ফেরি থেকে নেমে ঢাকায় প্রবেশের গাড়িতে ওঠার জন্য যাত্রীরা ছুটছেন। ছুটছেন যে যার আপন কর্মস্থলে। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
মুগ্ধ নয়নে নদীর সৌন্দর্য দর্শন করছেন এক যাত্রী। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
প্রমত্তা পদ্মার বুকে যাত্রী নিয়ে ভাসছে ফেরি। উপরে নীল আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা উড়ে যাচ্ছে দূর অজানায়। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
পাটুরিয়া ফেরি ঘাটে ছোট লঞ্চে করে যাত্রী পার হচ্ছে। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
নদী পারাপারের সময় ফেরিতে বসে আলোকচিত্রী ক্যামেরাবন্দি করেছেন মন জুড়ানো এই দৃশ্য। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
ফেরির উপরে জীবন রক্ষাকারী সরঞ্জামটি জানিয়ে দিচ্ছে, নির্ভয়ে যাত্রীরা নিরাপদে পারাপার হতে পারবে। ছবি : রবিউল ইসলাম পলাশ।