শরীয়তপুরে দুর্গা প্রতিমা গড়তে ব্যস্ত পাল পরিবার
শরীয়তপুরে পাল পরিবারের দুর্গা প্রতিমা গড়ার ব্যস্ততা নিয়ে এই অ্যালবাম।
-
শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে শরীয়তপুরের পাল পরিবারগুলো দুর্গা প্রতিমা গড়ায় ব্যস্ত। ছবি : মো. ছগির হোসেন।
-
দৃষ্টিনন্দন কারুকার্জের ছোঁয়ায় তৈরি করা হয়েছে এসব প্রতিমা। দুর্গা প্রতিমার সঙ্গে একই উৎসবে পূজার জন্য লক্ষ্মী, স্বরস্বতী, গনেশ, কার্তিক, অসুর, বাঘ, সিংহ, মহিষ ইত্যাদি প্রতিমাও তৈরি হচ্ছে। ছবি : মো. ছগির হোসেন।
-
শরীয়তপুর জেলার সদর উপজেলার কোটাপাড়া, কালি খোলা, গঙানগর, ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর, ডামুড্যা উপজেলার কাইলারা এলাকাগুলো ঘুরে দেখা যায়, পাল পরিবারের শিশু থেকে বৃদ্ধ সকলেই প্রতিমা তৈরির কাজে ব্যস্ত। ছবি : মো. ছগির হোসেন।
-
প্রতিমা তৈরির এ কারিগর সকাল সন্ধ্যা কাজে ব্যস্ত রয়েছেন। এ কারিগরের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি প্রতিমা তৈরির কাজ করে অনেক আনন্দ পান। ছবি : মো. ছগির হোসেন।
-
কাঁচা মাটির তৈরি প্রতিমাগুলো ভালো করে শুকানোর অপেক্ষায় রয়েছে। ছবি : মো. ছগির হোসেন।
-
এসব প্রতিমা কয়েকদিনের মধ্যে তুলির আচড়ে রঙ্গিন হয়ে যাবে। তখন তাতে ফুটে উঠবে প্রতিমাগুলোর আসল রূপ। ছবি : মো. ছগির হোসেন।