কিশোরগঞ্জের হাওরে যা দেখবেন
চারদিকে বিস্তীর্ণ জলরাশির এক অপার সৌন্দর্যের নাম হাওর। ঋতু ভেদে যার রূপ ক্ষণে ক্ষণে বদলায়। কিশোরগঞ্জের হাওরগুলোর চিরায়ত রূপের বাহারে নতুন সংযুক্তি ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের নবনির্মিত প্রায় ৩০ কিলোমিটার গ্রামীণ সড়ক। রাষ্ট্রপতি আবদুল হামিদের উদ্যোগে সড়ক ও জনপথ বিভাগ নান্দনিক এই সড়কটি তৈরি করেছে।
-
ঝিলমিল জলে ছুটে যাওয়া নাও। ছবি: মাহবুব আলম
-
ডিংগি নৌকায় ভেসে মাছ ধরছে জেলেরা। ছবি: মাহবুব আলম
-
দূরে ভেসে থাকা গ্রামগুলো যেন ছোট ছোট দ্বীপ। ছবি: মাহবুব আলম
-
বাশের সাকো দিয়েই সড়কে উঠতে হয় হাওরবাসীদের। ছবি: মাহবুব আলম
-
অধিকাংশ হাওরের বাড়ির সামনে হাস পালন করা হয়। ছবি: মাহবুব আলম
-
হাওরের বুক চিরে চলে যাওয়া দৃষ্টিনন্দন এই সড়ক পর্যটকদের জন্য এখন আকর্ষণীয় স্থান। ছবি: মাহবুব আলম
-
এলোমেলো বাতাসে রাস্তার দুধারের জলরাশি সাথে নিয়ে ছুটে যাওয়া ভ্রমণ পিয়াসিদের জন্য এক নৈসর্গিক অনুভূতি। ছবি: মাহবুব আলম
-
হাওরের বুক চিড়ে ব্যস্ততম রাস্তা। ছবি: মাহবুব আলম
-
ট্রলারে ভ্রমণ করছেন ভ্রমণকারীরা। ছবি: মাহবুব আলম
-
আনন্দের মুহূর্তে ছবি তুলছেন ভ্রমণকারীরা। ছবি: মাহবুব আলম