বান্দরবানে পর্যটকের ঢল
বান্দরবানে পর্যটকের ঢল নিয়ে অ্যালবাম।
-
সবুজের চাদরে ঢাকা প্রকৃতিকে দেখার এবং সারি সারি পাহাড়ের ওপর দিয়ে মেঘের ভেলা ভেসে বেড়ানোর দৃশ্য উপভোগ করার জন্য দূর-দূরান্ত থেকে ভ্রমণ পিয়াসুরা ছুটে আসছেন বান্দরবানে।
-
পাহাড়ে মেঘের ভেলা আর রোদ-বৃষ্টির খেলা দেখতে পরিবার-পরিজনের সঙ্গে বান্দরবানে এসেছে সবাই। পাহাড়ের ভাজে ভাজে মেঘ লুকিয়ে আছে।
-
পাহাড়ের সঙ্গে মেঘের লুকোচুরি খেলা এবং মেঘ উড়ে যাবার দৃশ্য দেখার জন্য পর্যটকরা ভিড় করছেন নীলাচল ও নীলগিরি পর্যটন কেন্দ্রে।
-
শৈলপ্রপাত আর মেঘলারলেকের জলে গা ভিজিয়ে নাগরিক ক্লান্তি ঝেড়ে ফেলতে চাইছেন অনেকে।
-
সবুজে ঘেরা পাহাড়ে মনোমুগ্ধকর প্রকৃতিতে সবার মন হারিয়েছে। সবাই অবাক নয়নে তাকিয়ে আছেন।
-
এদিকে, পর্যটকদের আগমনকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বান্দরবান জেলা পুলিশ প্রশাসন।
-
পাহাড়ি ঝর্ণায় গোসল করছেন একদল পর্যটক।
-
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, পর্যটকদের নিরাপত্তায় সব সময় সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। প্রত্যেক পর্যটন কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে।