নীল আকাশে সাদা মেঘের ভেলা
নীল আকাশে উড়ছে সাদা মেঘ। এমন দৃশ্য দেখে মুহূর্তেই চোখ জুড়িয়ে যাবে যে কারোরই। ছবিতে দেখুন সাদা মেঘের নজরকাড়া দৃশ্য।
-
শরৎ আসতে এখনও অনেক বাকি। এর আগেই নীল আকাশজুড়ে সাদা মেঘের এলোমেলো বর্ণিল আনাগোনা। মাদারীপুর থেকে মনোমুগ্ধকর এই ছবি ক্যামেরায় ধারণ করছেন রবিউল ইসলাম পলাশ।
-
‘নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা’ সাদা মেঘ আজ এ কবিতার কথাই বার বার মনে করিয়ে দিচ্ছে। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
ব্রিজের শেষ প্রান্তে মিশেছে সাদা মেঘের দল। মাদারীপুর আসমত আলী খা ব্রিজের উপর থেকে তোলা এ ছবি। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
নিচে সবুজ প্রকৃতি, উপরে শ্রভ্র মেঘের হাতছানি। এ দৃশ্য দেখলে যে কেউ কবি হয়ে যাবে। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
নির্মল নীলাকাশ। তাতে গুচ্ছ গুচ্ছ শুভ্র মেঘের আনাগোনা। দূরে দুধেল সাদা কাশের বনে পাগলা হাওয়ার মাতামাতি। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
একদিকে নীলাকাশ, অন্যদিকে স্বচ্ছ জলের আহবান। মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে ইচ্ছে করে সারাক্ষণ। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
আড়িয়াল খা নদীর মোহনায় মিশেছে সাদা মেঘের দল। ছবি : রবিউল ইসলাম পলাশ।
-
সাদা মেঘ কখনো কখনো কালো মেঘে পরিণত হচ্ছে। তাই অভিমানে ক্ষণে ক্ষণে বৃষ্টি ঝরায়। ছবি : রবিউল ইসলাম পলাশ।