স্মৃতির অ্যালবামে কামাল লোহানী
দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানী পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। তিনি ভাষাসৈনিকও ছিলেন।
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কামাল লোহানী।
-
‘কামাল লোহানী’ নামে পরিচিত হলেও তার পারিবারিক নাম ‘আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী’। তার পারিবারিক, সাংস্কৃতিক ও কর্ম জীবন ছিল আলোকিত।
-
কামাল লোহানীর জন্ম ১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সনতলা গ্রামে। বাবার নাম আবু ইউসুফ মোহাম্মদ মুসা খান লোহানী। মায়ের নাম রোকেয়া খান লোহানী।
-
কামাল লোহানী প্রথমে কলকাতার শিশু বিদ্যাপীঠে পড়াশোনা শুরু করেন। দেশভাগের পর ১৯৪৮ সালে তিনি পাবনা চলে আসেন। ভর্তি হন পাবনা জিলা স্কুলে। ১৯৫২ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ভর্তি হন পাবনা এডওয়ার্ড কলেজে। সেই কলেজ থেকেই উচ্চমাধ্যমিক পাস করেন। উচ্চমাধ্যমিক পাস করার পরই প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি টানেন।
-
রাজপথে কামাল লোহানী।
-
কামাল লোহানীর পারিবারিক ছবি।
-
পরিবারের সবার মাঝে কামাল লোহানী। আজ এ ছবি কেবলই স্মৃতি।
-
মাওলানা ভাসানীর সাথে একান্ত আলাপনে কামাল লোহানী।