গুলশানে জঙ্গি হামলায় নিহতদের জাতির শ্রদ্ধা
গুলশানে নিহতদের জাতির শ্রদ্ধা নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম।
-
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শোকাহত দেশি-বিদেশি নাগরিকেরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
আজ সোমবার সকাল ১০টা ২ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূত, কূটনীতিকসহ বিদেশি নাগরিকেরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতদের সজনরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
শ্রদ্ধা জানানোর জন্য আর্মি স্টেডিয়ামে যে মঞ্চটি তৈরি করা হয়, সেখানে তিনটি মরদেহ আনা হয়। দুটি কফিন ঢাকা ছিল বাংলাদেশের পতাকা দিয়ে। আরেকটি ঢাকা ছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা দিয়ে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
হামলায় পাঁচ দেশের নাগরিকেরা নিহত হওয়ায় মঞ্চের পেছনে পাঁচটি দেশের পতাকা টাঙানো হয়। মাঝে ছিল বাংলাদেশের পতাকা। বাঁ দিকে প্রথমে ভারতের এরপর ইতালির, জাপানের ও যুক্তরাষ্ট্রের পতাকা ছিল। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
রাজধানীর আর্মি স্টেডিয়ামে গুলশানে জঙ্গি হামলায় নিহতদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন স্বজনেরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামলায় নিহত দুই বাংলাদেশি ফারাজ আইয়াজ হোসেন ও ইশরাত আকন্দ এবং এক বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক অবিন্তা কবীরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
লাশ নিয়ে যাচ্ছেন সেনাসদস্যরা। শোকে মুহ্যমান প্রত্যেক সেনা সদস্য। ছবি : বিপ্লব দিক্ষিৎ।